Kolkata News : কখনও বেধড়ক মার, কখনও রক্তারক্তি, কখনও খুন!পার্কিং-বিবাদের একের পর এক ভয়াবহ পরিণতি শহরে
Kolkata Parking Dispute : রাস্তায় ঘাটে গাড়ি পার্ক করা নিয়ে ছোটখাটো কথাকাটাকাটি খুবই সাধারণ ব্যাপার। কিন্তু সেটা থেকেই ঘটে যাচ্ছে ভয়াবহ অপরাধের ঘটনা ।

কলকাতা : কখনও বিজয়গড়, কখনও চারু মার্কেট , কখনও আবার দমদম। পার্কিং নিয়ে কথা কাটাকাটির পরিণতি যে কতটা মারাত্মক হতে পারে, তার নমুনা হাল আমলে একাধিকবার দেখেছে এ শহর। কখনও পার্কিং বিবাদ থেকে প্রবল মারধর, কখনও ছুরির কোপ , কখনও আবার পিটিয়ে খুনও হয়েছে। শহরে বারবার ঘটে যাচ্ছে হাড়হিম করা ঘটনা। আর তাতে শিরদাঁড়ায় শীতল স্রোত বইছে মানুষের। রাস্তায় ঘাটে গাড়ি পার্ক করা নিয়ে ছোটখাটো কথাকাটাকাটি খুবই সাধারণ ব্যাপার। কিন্তু সেটা থেকেই ঘটে যাচ্ছে ভয়াবহ অপরাধের ঘটনা ।
মঙ্গলবার পার্কিং বিবাদে এবার চিংড়িহাটায় প্রকাশ্যে তাণ্ডব ঘটল ! একেবারে রাস্তার উপর থান ইট দিয়ে মহিলাকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলকর্মী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ, ১৯ মার্চ গভীর রাতে ফ্ল্যাটের নীচে গাড়ি রাখা নিয়ে, দুই মত্ত যুবকদের সঙ্গে তাঁর বচসা বাধে। দুই যুবকের মধ্য়ে এক তৃণমূল কর্মীও ছিলেন। বচসা এমন জায়গায় পৌঁছয় যে পুলিশ ডাকতে হয়। তবে অভিযুক্তদের রাতভর বিধাননগর দক্ষিণ থানায় রেখে পরের দিন ছেড়ে দেওয়া হয়। অভিযোগ, থানা থেকে ছাড়া পেয়েই, দলবল নিয়ে ফ্ল্যাটে হাজির হন তৃণমূলকর্মী টিঙ্কু মণ্ডল। দুই তরুণীকে ডাকা হয় এলাকার ক্লাবে। কিন্তু, সেখানে যাওয়ার আগেই, দুই তরুণীকে বেধড়ক মারধর শুরু করেন তৃণমূলকর্মী টিঙ্কু মণ্ডলের স্ত্রী মিতা মণ্ডল। থান ইট দিয়েও মারা হয়। পুলিশ ডাকতেই এলাকা ছাড়েন তৃণমূলকর্মী। মণ্ডল। গ্রেফতার করা হয় তাঁর স্ত্রীকে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মানুষের মনে।
গত ৭ ফেব্রুয়ারি, দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানা এলাকায় বেআইনি পার্কিংয়ের প্রতিবাদ করায় তরুণী আইনজীবীকে রাস্তায় ফেলে কোপানোর অভিযোগ ওঠে। ধর্ষণ-খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন আলিপুর আদালতের ওই আইনজীবী। তার আগে ৩ ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর দিন দমদমের একটি আবাসনে গাড়ি রাখাকে কেন্দ্র করে প্রতিবেশীকে ছুরির কোপ, গ্রেফতার হন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। গত বছরের ২ নভেম্বর, পার্কিং-বিবাদে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার শালিমার স্টেশন চত্বর। স্টেশন লাগোয়া এলাকায় পার্কিং জোন কার দখলে থাকবে, এই নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। আশেপাশের দোকান, বাড়ি ভাঙচুর করা হয়। ২০২৪-এর ৭ জুন, নিউটাউনে গাড়ি পার্কিং নিয়ে রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। মামলা গড়ায় আদালতে।
তবে কি সহনশীলতা হারাচ্ছে মানুষ ? নাকি ক্ষমতার আস্ফালন ঘটাতে মানুষের প্রাণ কাড়তেও দ্বিধা করছে না মানুষ ? সব ঘটনায় পুলিশের ভূমিকা ও তৎপরতা নিয়েও প্রশ্ন উঠছে।






















