Central Avenue Fire: সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন
দমকলের ৬টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
কলকাতা: সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বহুতলে আগুন। সকাল ১০টা নাগাদ ৪৫ নম্বর সেন্ট্রাল অ্য়াভিনিউয়ের পাঁচতলায় আগুন লাগে। দমকলের ৬টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
মুদিখানার গুদামের আগুন: গভীর রাতে জ্বলা আগুন, ধিকিধিকি জ্বলল সকালেও। সম্প্রতি এন্টালির ক্রিস্টোফার রোডে মুদিখানার গুদামের আগুনে ছড়াল আতঙ্ক। গুদামঘর পুড়ে ছাই হয়ে যায়। গত মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ ক্রিস্টোফার রোডে মুদিখানার গুদামে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা গুদাম। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুন লাগার পরেই গুদামের ভিতর থেকে বিকট শব্দ শোনা যায়। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। দমকলের ২১টি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টা ছয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। বছর খানেক আগে, ২৪ এপ্রিল ক্রিস্টোফার রোডের একটি গ্যারাজে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়ায় আশেপাশের কয়েকটি গুদামে। ২১টি ইঞ্জিনের ঘণ্টা ছয়েকের চেষ্টায় আগুন নিভলেও, পুড়ে ছাই গুদামে মজুত যাবতীয় জিনিস। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। এ দিনই বৈষ্ণবঘাটায় CESC-র ফিডার বক্সে আগুন লেগে বিদ্যুৎ বিভ্রাট হয়। দিনভর গরমে নাজেহাল হলেন বাসিন্দারা।
খানাখুলের অরুণ্ডায় পঞ্চায়েত ভবনে আগুন। সূত্রের খবর, শুক্রবার সকালে হঠাৎ গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসের দোতলায থেকে ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ও দমকল কেন্দ্রে। প্রথম স্থানীয়রাই আগুন নেভাতে হাত লাগান। পরে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান খানাকুল-১ নম্বর বিডিও, জয়েন বিডিও। আগুনে পঞ্চায়েতের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গিয়েছে বলে দাবি প্রধানের। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।
ট্যাংরার ক্রিস্টোফার রোডে বিধ্বংসী আগুন। ভস্মীভূত একাধিক গ্যারাজ, আগুন ছড়াল পাশের গুদামঘরে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে সমস্যায় দমকল। ৩ ঘণ্টারও বেশি সময় পরে আগুন নিয়ন্ত্রণে। জানা যায়নি আগুন লাগার কারণ।