Alipore Zoo: খাঁচার বাইরে শিম্পাঞ্জি! হুলুস্থুল চিড়িয়াখানায়
Kolkata News: শিম্পাঞ্জি এনক্লোজারের বাইরে বেরিয়ে আসতেই হুলুস্থুলু পড়ে যায় এলাকায়। চিড়িয়াখানায় আসা পর্যটকদের বাইরে বের করে দেওয়া হয়।
হিন্দোল দে, কলকাতা: সব ঠিকই চলছিল। হঠাৎ যেন ছন্দপতন। এনক্লোজার টপকে বাইরে বেরিয়ে এল শিম্পাঞ্জি (Chimpanzee)। সোমবার সকালে কলকাতার Kolkata) আলিপুর চিড়িয়াখানার ( (Alipore zoo) ঘটনা।
শিম্পাঞ্জি এনক্লোজারের বাইরে বেরিয়ে আসতেই হুলুস্থুলু পড়ে যায় এলাকায়। চিড়িয়াখানায় আসা পর্যটকদের বাইরে বের করে দেওয়া হয়। এনক্লোজারের বাইরে বেরিয়ে যাওয়া শিম্পাঞ্জিটিকে ফেরাতে শুরু হয় তৎপরতা। সূত্রের খবর, খাঁচার ভিতরে যে খাল রয়েছে, সেখানে জল খেতে এসেছিল ওই শিম্পাঞ্জি। কিছুক্ষণ পরেই সে এনক্লোজার ছেড়ে বেরিয়ে আসে। তারপরেই বিদ্যুতের ঘেরাটোপ পেরিয়ে এগিয়ে আসে সে।
কী ভাবে এই ঘটনা?
চিড়িয়াখানা সূত্রে খবর, সোমবার সকাল ১০টা ১০ নাগাদ একটি ছোট শিপাঞ্জি ঘেরাও টপকে বেরিয়ে আসে। আচমকা, শিম্পাঞ্জিটিকে খাঁচার বাইরে বেরিয়ে আসতে দেখে রীতিমতো ভয় পেয়ে যান দর্শকরা। পরিস্থিতি বেগতিক দেখে দর্শকদের চিড়িয়াখানা থেকে বের করে দেন নিরাপত্তারক্ষীরা। এক পর্যটক বলেন, 'হঠাৎ দেখলাম তিনটে বসে ছিল। চলে এল এদিকে, ভয় পেয়ে গিয়েছিলাম।' ১০ মিনিট বাইরে ছোটাছুটির পর চিড়িয়াখানার এক কর্মীর তত্ত্বাবধানে খাঁচায় ফেরানো হয় শিম্পাঞ্জিটিকে।
View this post on Instagram
চিড়িয়াখানা কর্তৃপক্ষের বক্তব্য:
আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর আশিস সামন্ত বলেন, 'খুব ফ্যামিলিয়ার এরা। ঘুমপাড়ানি গুলির দরকার পড়েনি। কর্মীর হাত ধরে ভিতরে চলে এসেছে।'
আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, বর্তমানে এখানে ৪টি শিম্পাঞ্জি রয়েছে। তারই মধ্যে একটি পালিয়েছিলেন।
আরও পড়ুন: প্রাইমারিতে ২৬৯ জনকে বরখাস্তের নির্দেশ, বেতনও বন্ধ