Kolkata Weather Update : সোনা রোদে শুরু সপ্তমী, দশমী পর্যন্ত দুর্যোগ-মুক্তি? কী জানাল আবহাওয়া দফতর?
Weather Update : সপ্তমীর ভোরও হয়েছে সূর্যের সোনার বরণে। আজ ও কাল কেমন থাকবে আবহাওয়া , কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : পুজোর আগেই ভয়াবহ দুর্যোগ উৎসবের তোড়জোড় করেছিল ম্লান। এক রাতের একটানা বৃষ্টিতে ক্ষতি হয়েছে লক্ষ-কোটির । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গিয়েছে বহুজনের। প্যান্ডেল - প্রতিমা তছনছ করেছে প্রকৃতি। এরপরও আশায় বুক বেঁছেছে মানুষ। বৃষ্টির পূর্বাভাস মাথায় নিয়েই পথে নেমেছে মানুষ। প্রতিমা দর্শনের ভিড় মহালয়ার পর থেকেই। ষষ্ঠীর সন্ধেয় ভিড় উপচে পড়েছে মণ্ডপে মণ্ডপে। সপ্তমীর ভোরও হয়েছে সূর্যের সোনার বরণে। আজ ও কাল কেমন থাকবে আবহাওয়া , কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
সপ্তমীর আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দফতর বলছে, সপ্তমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আজ চুটিয়ে ঠাকুর দেখা চলতেই পারে। হালকা বৃষ্টির পূর্বাভাস থাকায় ছাতা নিয়ে বেরোনো ভাল।
অষ্টমীর আবহাওয়ার পূর্বাভাস
সকাল সকাল অষ্টমীর পুষ্পাঞ্জলি দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে ঠাকুর দেখতে। কারণ কাল উত্তর আন্দামান সাগরে ফের তৈরি ঘূর্ণাবর্ত। যার প্রভাব টের পাওয়া যাবে নবমীতে। নবমী নিশিতে আকাশ ঢাকবে কালো মেঘে। দশমী এবং একাদশীতে নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। দক্ষিণবঙ্গের পাশাপাশি, এই ২ দিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে,





















