Kolkata: বৃদ্ধের ফিক্সড ডিপোজিটের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার প্রাক্তন ব্যাঙ্ককর্মী
Kolkata: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর ফিক্সড ডিপোজিটের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল ব্যাঙ্ককর্মীর বিরুদ্ধে। অভিযোগ, সুসম্পর্কের সুবাদে ওটিপি ও অন্যান্য নথি নিয়ে প্রতারণা করা হয়।
রঞ্জিত সাউ, কলকাতা: জীবনের শেষ কয়েকটি বছর নিশ্চিন্তে কাটানোর আশায় ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করেছিলেন বছর ৮০ ছুঁইছুঁই এক বৃদ্ধ। সেই সঞ্চয়ই কিনা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক প্রাক্তন ব্যাঙ্ককর্মীর বিরুদ্ধে! বৃদ্ধের সঙ্গে সুসম্পর্কের সূত্রে নানা গোপন তথ্য জোগাড় করে ৩১ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ভাঙড় থেকে গ্রেফতার করা হল প্রাক্তন ব্যাঙ্ককর্মীকে।
শুভঙ্কর পাণ্ডে নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার (Bidhannagar Cyber Crime Police Station) পুলিশ। পুলিশ সূত্রে খবর, দমদমের বাসিন্দা ৭৯ বছরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী প্রদীপকুমার চট্টোপাধ্যায় গত বছরের ১৩ সেপ্টেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, মাঝে মাঝেই ব্যাঙ্কে যাওয়ার সুবাদে শুভঙ্কর পাণ্ডে নামে ওই ব্যাঙ্ককর্মীর সঙ্গে তাঁর সুসম্পর্ক তৈরি হয়। এরপর, ওই ব্যক্তিই তাঁকে একটি ফিক্সড ডিপোজিট করতে বলেন। সেই প্রস্তাবে রাজি হয়ে ৩১ লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী প্রদীপকুমার চট্টোপাধ্যায়। অভিযোগ, মোবাইল ফোন ব্যবহারে বৃদ্ধ ততটা দক্ষ না হওয়ায়, তাঁকে সাহায্য করতেন ওই ব্যাঙ্ককর্মী। সেই সূত্রেই তিনি হাতিয়ে নেন ওটিপি-সহ নানা তথ্য। পরে ব্যাঙ্কে গিয়ে অবসরপ্রাপ্ত ওই সরকারি কর্মী জানতে পারেন টাকা তুলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন ম্যাট্রিমোনিয়াল সাইটে হানা দিচ্ছে প্রতারকরা, ভুলেও করবেন না এই ভুলগুলি
পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বিষয়টি জানালে সংশ্লিষ্ট কর্মীকে ছাঁটাই করা হয়। এরপরই বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। ধৃতকে জেরায় জানা গিয়েছে, অভিযুক্ত নিজের ও এক আত্মীয়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নেয়।
এরই মধ্যে ৮ লক্ষ টাকা ফেরত দিয়েছেন অভিযুক্ত শুভঙ্কর। ২ লক্ষ টাকার একটি চেক দিলেও তা বাউন্স করেছে। পুলিশ সূত্রে খবর, বাকি টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করা হয়েছে।