Pujo 2022: দেবী দুর্গার মুকুট তৈরি হচ্ছে ইংল্যান্ডের রানির মুকুটের আদলে, নেপথ্যে বঙ্গতনয়া
Durga Puja 2022: উৎসবে রানির মাথার মুকুট এবং রানির পোশাকের ডিজাইন করে নজর কেড়েছেন এই বাংলার হুগলি জেলার প্রত্যন্ত গ্রামের ডিজাইনার প্রিয়াঙ্কা মল্লিক।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: শহরের আকাশে এখন পুজো পুজো গন্ধ। আকাশ যতই কালো মেঘে ঢাকুক, হাতে তো আর একমাস। শিউলির গন্ধ, কুমোরটুলির ব্যস্ততা, সব মিলিয়ে পুজোর আমেজ শুরু বঙ্গে। আর এরই মধ্যে বঙ্গতনয়ার কীর্তিতে মজে রাজ্য। ইংল্যাণ্ডের রানির মুকুট তৈরি করা বঙ্গকন্যার হাতেই তৈরি হচ্ছে দুর্গার মুকুট! হুগলি জেলার প্রত্যন্ত গ্রামের ডিজাইনার প্রিয়াঙ্কা মল্লিকের তৈরি সেই মুকুট হতে চলেছে এবারের পুজোর মূল আকর্ষণ।
ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের মুকুটের আদলে তৈরি হচ্ছে গৌরীবাড়ি সর্বজনীনের দুর্গা প্রতিমার মুকুট। শিল্পী হুগলির প্রিয়াঙ্কা মল্লিক। রানির শাসনকালের ৭০ বছর পূর্তি উত্সবে তাঁরা মুকুট ও পোশাকের ডিজাইন করেছিলেন প্রিয়াঙ্কাই। চলতি বছরেই তাঁর শাসনকালের ৭০ বছর পূর্ণ করেছেন ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ। সেই উপলক্ষে দেশজুড়ে পালিত হয়েছে রানির শাসনকালের প্ল্যাটিনাম জুবিলি।
উৎসবে রানির মাথার মুকুট এবং রানির পোশাকের ডিজাইন করে নজর কেড়েছেন এই বাংলার হুগলি জেলার প্রত্যন্ত গ্রামের ডিজাইনার প্রিয়াঙ্কা মল্লিক। কাজের স্বীকৃতিও পেয়েছেন বাকিংহাম প্যালেস থেকে। এবার তাঁর হাতেই সেজে উঠছে গৌরিবাড়ি সর্বজনীনের দুর্গা প্রতিমা।
আরও পড়ুন, তৃণমূল নেতাদের বিশাল সম্পত্তির হিসেব দিয়ে পোস্টার, দুবরাজপুরে চাঞ্চল্য
দেবী দুর্গার মুকুট তৈরি হচ্ছে ইংল্যান্ডের রানির মুকুটের আদলে। এই খবর ইংল্যান্ডে পৌঁছনোয় সরাসরি রানির কাছ থেকে চিঠি এসে পৌঁছেছে ডিজাইনার প্রিয়াঙ্কা মল্লিকের কাছে। এবার পুজোয় গৌরীবাড়ি সর্বজনীনের আকর্ষণ হতে যাচ্ছে মা দুর্গার মুকুট।