Kolkata News: মত্ত অবস্থায় লাথি, RG Kar কাণ্ডের মধ্যেই নিরাপত্তারক্ষীদের তাণ্ডব কলকাতার হাসপাতালে ! আতঙ্কিত ডাক্তার-নার্সরা..
Kolkata Kashipur Hospital Vandalism: এবার খোদ নিরাপত্তারক্ষীদের তাণ্ডবে আতঙ্কিত কাশীপুরের সাবার্বান হাসপাতালের ডাক্তার-নার্সরা ! অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের নির্দেশ লালবাজারের..
কলকাতা: আরজিকর কাণ্ডের (RG Kar Case) মধ্য়েই এবার খোদ নিরাপত্তারক্ষীদের তাণ্ডবে আতঙ্কিত কাশীপুরের সাবার্বান হাসপাতালের ডাক্তার-নার্সরা ! মত্ত অবস্থায় ডাক্তারদের দরজায় লাথি, তাণ্ডবের অভিযোগ।
দুই অতিরিক্ত নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করল পুলিশ (Secuirity guird Arrested)। ধৃত দুই নিরাপত্তারক্ষীর নাম ধর্মেন্দ্র প্রসাদ ও সৌরভ দে। 'আগেও একাধিক বার এই দুই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ ওঠে', যদিও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ হাসপাতালের সুপারের। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের নির্দেশ লালবাজারের (Lal Bazar)।
অপরদিকে, আরজি কর-কাণ্ডে ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন। প্রশাসনের হুঁশ ফিরবে কি? নাকি বার বার হবে বিলম্বে বোধোদয়? কার মদতে এমন বেপরোয়া হয়ে ওঠে সঞ্জয়রা? আর কত প্রাণ অকালে ঝরে গেলে শিক্ষা নেবে পুলিশ ও প্রশাসন? চিকিৎসক খুনের পর বড়সড় প্রশ্নের মুখে পড়েছে আরজি করের নিরাপত্তা। কোপ পড়েছে ২ চুক্তিভিত্তিক রক্ষীর ওপর। হাসপাতাল সূত্রে খবর, চেস্ট মেডিসিন বিভাগের চারতলায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই দুই অস্থায়ী কর্মী। ২ চুক্তিভিত্তিক রক্ষীকে সাসপেন্ড করার পাশাপাশি ওই বিভাগের বাকি জায়গাগুলিতে CC ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অন্য বিভাগ থেকেও CC ক্যামেরা বসানোর আবেদন এসেছে।
খাস মেডিক্য়াল কলেজে চিকিৎসক ধর্ষণ-খুনের পর টনক নড়েছে পুলিশের। শনিবারের পর রবিবারও পুলিশে পুলিশে ছয়লাপ RG কর হাসপাতাল চত্বর। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি, মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ ও র্যাফ। ইমার্জেন্সি বিভাগের সামনে গার্ডরেল দিয়ে তৈরি করা হয়েছে ব্যারিকেড। অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে ১৫ দফা নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার। যেখানে বলা হয়েছে - মহিলাদের সঙ্গে অপরাধ সংগঠিত হতে পারে এরকম এলাকা চিহ্নিত করতে হবে।
আরও পড়ুন, RG কর কাণ্ডে পুলিশের প্রথম FIR-এর বয়ান ঘিরেও বিতর্ক ! 'টালা থানায় ১২ নম্বর কলমে লেখা..'
মহিলা চিকিৎসককে খুনের পর টনক নড়েছে RG কর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষেরও। হাসপাতালের তরফে পোশাক বিধি ও পরিচয়পত্র বাধ্যতামূলক করতে জারি হয়েছে নতুন নির্দেশিকা। নির্দেশিকায় উল্লেখ, হাসপাতালে PPP মডেলের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার চুক্তিভিত্তিক কর্মী ও নিরাপত্তা রক্ষীদের ইউনিফর্ম পরা বাধ্যতামূলক, গলায় ঝোলাতে হবে সচিত্র পরিচয়পত্র। এছাড়া, হাসপাতালের কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদেরও ওই বিভাগের নির্দিষ্ট কোনও পোশাক থাকলে তা পরা বাধ্যতামূলক। নতুন নির্দেশিকা জারি করেছে RG কর কর্তৃপক্ষ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।