Firhad Hakim : সারাদিনে একজন লোকও আসছে না, মাত্র ২০ শতাংশ লোক বুস্টার ডোজ নিয়েছেন : ফিরহাদ হাকিম
Corona Fear : ২০১৯'এর পুনরাবৃত্তি ২০২২'এ। আবার করোনার ছোবল। সেই চিন দিয়ে শুরু। ভারতে কী হবে? এই প্রশ্ন উঠছেই। কারণ চিনের পর করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব ভ্যারিয়েন্ট BF.7 ভারতেও পাওয়া গিয়েছে।
কলকাতা : ফের একবার চোখ রাঙাচ্ছে করোনা আতঙ্ক (Corona Scare)। মাস্ক পরা, দূরত্ববিধি বজায় রাখার মতো একান্ত পালনীয় কোভিডবিধির পাশপাশি কেন্দ্রের তরফে বুস্টার ডোজ (Booster Dose) নেওয়ার জন্য আবেদন করা হচ্ছে জনসাধারণকে। তবে প্রিকশন ডোজ তথা বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে যে খুব একটা উৎসাহ জনসাধারণের মধ্যে দেখা যাচ্ছে না, সেটা পরিষ্কার।
সেই খেদ-ই ঝড়ে পড়েছে কলকাতার মেয়রের গলাতেও। ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেছেন, কলকাতা পুরসভার বিভিন্ন বরো অফিস থেকে বুস্টার ডোজ দেওয়া হলেও সেটা নেওয়ার ঝোঁক খুব কম। খুব কম মানুষই বুস্টার ডোজ নিয়েছেন। প্রসঙ্গত, কোউইন অ্যাপের তথ্য অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত মাত্র দেড় লক্ষের কাছাকাছি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন।
'সারাদিনে আসছেন না একজন লোকও'
মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, 'বরো-ভিত্তিক ভ্যাকসিনেশন এখনও চলছে। সাধারণ ভ্যাকসিনের ডোজ তো হয়ে গিয়েছে। চলছে বুস্টার ডোজ। কিন্তু তা খুব বেশি লোক নিচ্ছেন না, এখনও মাত্র ২০ শতাংশ বুস্টার ডোজ নিয়েছেন। সারাদিন বসে থাকলেও একটা লোকও আসছেন না। একটা ভ্যাকসিন শিবিরে দশজন করে লোক লাগে। কিন্তু সারাদিন শিবির করেও একটা লোকও আসছেন না।'
আতঙ্কের নাম BF.7
প্রসঙ্গত, ২০১৯'এর পুনরাবৃত্তি ২০২২'এ। আবার করোনার ছোবল। সেই চিন দিয়ে শুরু। ভারতে কী হবে? এই প্রশ্ন উঠছেই। কারণ চিনের পর করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব ভ্যারিয়েন্ট BF.7 ভারতেও পাওয়া গিয়েছে। বিভিন্ন তথ্যের দাবি, এই সাব ভ্যারিয়েন্ট অত্যন্ত সংক্রাংক। অতি দ্রুত একজন থেকে ১০ থেকে ১৮ জন সংক্রমিত হতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, এতো সবে শুরু! ভয়ঙ্কর খারাপ দিন আসতে চলেছে! সূত্রের খবর, সম্প্রতি চিনের পিকিং বিশ্ববিদ্যালয়ের পাঁচ অধ্যাপকের মৃত্যু হয়েছে। চিনে ফের ভয়ঙ্কর গতিতে করোনা ছড়াতে শুরু করায় উদ্বেগপ্রকাশ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।
জারি সতর্কবার্তা
অন্যদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, শনিবার (২৪ ডিসেম্বর) সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করেছে। সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার জন্য নির্দেশও দিয়েছে। তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ হল, প্রয়োজন পড়লে রাজ্যগুলি যেন মেডিক্যাল অক্সিজেন সরবরাহ করতে পারে। কোভিড -১৯ (Covid-19) মহামারী যদি আবার মাত্রা ছাড়ায়, তবে নিয়মিত মেডিকেল অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করার জন্য রাজ্যগুলিতে চিঠি লিখেছে কেন্দ্র। সংবাদ সংস্থা ANI এই রিপোর্ট প্রকাশ করেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে কলকাতা বিমানবন্দরে শুরু হল বিদেশ থেকে আগত ব়্যান্ডম টেস্টিং। কোভিডের নতুন ভেরিয়েন্ট ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে । এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই আলোচনা করেছে রাজ্যগুলির সঙ্গে। বেশকিছু সতর্কতামূলক ব্যবস্থাও মেনে চলতে বলা হচ্ছে। পাশাপাশি দেশের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে ব়্যান্ডম টেস্টিং ব্যবস্থ। এই ব্যবস্থায় বিদেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে ব়্যান্ডম টেস্ট করা হচ্ছে।
আরও পড়ুন- দিতে-নিতে সুবিধা, খাতায়-কলমে সহজ কিন্তু কার্যকরী ক্ষেত্রে কী সমস্যা নেজাল ভ্যাকসিনে ?