Kolkata: রাতে বেহালায় রেস্টুরেন্টে আগুন, হতাহতের খবর নেই
Kolkata News: রাতে শহরের রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। কিন্তু হঠাৎ কীভাবে আগুন লাগলো পুরো বিষয়টাই খতিয়ে দেখছে দমকল ও বেহালা থানার পুলিশ।
প্রবীর চক্রবর্তী, কলকাতা: শহরের বুকে রেস্টুরেন্টে ফের অগ্নিকাণ্ড। বেহালার (Behala) বুড়ো শিবতলার বুড়ো শিবতলা মেন রোডে গতকাল রাত ১১:৪৫ মিনিটে একটি রেস্টুরেন্টে (Resturant) হঠাৎই আগুন (Fire) লেগে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে ওই রেস্টুরেন্টের ভেতরে ফ্যান থেকে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ওই সময় রেস্টুরেন্টের কর্মীরা বাইরে বেরিয়ে আসে। রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকেই একটি পেট্রোল পাম্প আছে। সঙ্গে সঙ্গে ওই পেট্রোল পাম্পের কর্মীরা ওই পেট্রোল পাম্পের অগ্নি নির্বাপক সরঞ্জাম দিয়ে ওই রেস্টুরেন্টের আগুন নেভানোর চেষ্টা করেন। এতে কিছুটা আগুন কমলেও এরপর দমকলে খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। কিন্তু হঠাৎ কীভাবে আগুন লাগলো পুরো বিষয়টাই খতিয়ে দেখছে দমকল ও বেহালা থানার পুলিশ।
উল্লেখ্য, বাইশের শুরুতে বাংলার বুকেও একটি হোটেলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছিল। সেবার নিউ দিঘার হোটেলে ভয়াবহ আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থলে আনা হয় প্রথমে দমকলের ২টি ইঞ্জিন। দমকল বাহিনীর পক্ষ থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলে। তবেকিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। প্রথমেই হোটেলের কর্মী ও স্থানীয়রাই পর্যটকদের বের করে আনার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই চলে আসে বিশাল পুলিশ বাহিনী ও দমকল। হোটেল খালি করে দেওয়া হয়। হোটেলে কেউ আটকে নেই বলে প্রাথমিকভাবে জানা যায়।
এদিন লখনউয়ে হোটেলে আগুন লাগে
সোমবার লখনউয়ের হজরতগঞ্জে হোটেলে দাউদাউ আগুনের মাঝেই অনেকগুলি ঘরে আটকে পড়েছেন বহু আবাসিক। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে দমকল। জানা গিয়েছে, এটি একটি লখনউয়ের অভিজাত এলাকা নামী হোটেল।দম আধিকারিকরা জানাচ্ছেন, এই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি, হোটেলের মোট কত জন লোক ছিলেন, কতজন বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। তবে ইতিমধ্যেই ফোল্ডিং সিড়ি লাগিয়ে, হোটেলের কাচ ফাটিয়ে আবাসিকদের যত দ্রুত সম্ভব উদ্ধার করা হচ্ছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে এসে গিয়েছে। জখম আবাসিকদের উদ্ধার করে পাঠানো হচ্ছে চিকিৎসা কেন্দ্রে।
উল্লেখ্য, এমনই এক সকালে চলতি বছরের শুরুতে ভয়াবহ অগ্নিকাণ্ড লেগেছিল বাণিজ্যনগরীতে । বহুতল আবাসনের ১৮ তলায় বিধ্বংসী আগুন । তাতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৭ জনের।