Kolkata Metro: উৎসবের আবহে গ্রিন লাইনে বাড়ল মেট্রো পরিষেবা, পুজোর দিনগুলিতে বিশেষ স্মার্ট টিকিট, যত ইচ্ছে চাপতে পারেন
Kolkata Metro Services: কলকাতা মেট্রোর তরফে যাত্রীদের এই সুখবর দেওয়া হয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: গ্রিন লাইনে মেট্রো পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত। শনিবার থেকে রেকের সংখ্যা বৃদ্ধি করা হল। আগে সোম থেকে শনি যেখানে ১৮৬টি মেট্রো চলত, শনিবার থেকে সেই মেট্রোর সংখ্য়া বাড়িয়ে ২২৬ করা হল। সকাল, সন্ধে, দুই বেলাতেই বাড়ানো হল মেট্রোর সংখ্যা। পাশাপাশি, সময়ের ব্যবধানও কমল। (Kolkata Metro Services)
কলকাতা মেট্রোর তরফে যাত্রীদের এই সুখবর দেওয়া হয়েছে। বলা হয়েছে, এতদিন গ্রিন লাইনে সকালে এবং বিকেলে, ব্যস্ত সময়ে প্রতি আট মিনিট অন্তর মেট্রো চলত, সেই ব্যবধান কমিয়ে ছ’মিনিট করা হল। টিকিট কাউন্টারের সামনে ভিড় কমাতে ডিজিটাল টিকিটের উপরও জোর দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। স্মার্ট কার্ড এবং মোবাইল QR কোডে টিকিট কাটলে, অ্যাপের মাধ্যমে রিচার্জের সময় ৫ শতাংশ বোনাস বা রিবেটের সুবিধা মিলবে। (Kolkata Metro)
যাত্রীদের ‘আমার কলকাতা মেট্রো’ (Aamar Kolkata Metro) অ্যাপ আপলোড করতেও অনুরোধ জানানো হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, ওই অ্যাপের মাধ্যমেই টিকিট বুক করা যাবে, রিচার্জ করানো যাবে স্মার্ট কার্ড। ফলে টিকিট কাউন্টারের সামনে লাইন দিতে হবে না আর। ডিজিটাল মাধ্যমের ব্যবহারও বাড়বে যাত্রীদের মধ্যে।
উৎসবের মুখে মেট্রো স্টেশনগুলিতে ভিড় বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে মেট্রো স্টেশনে কর্তব্যরত কর্মীদের নির্দেশ মেনে চলতেও অনুরোধ জানানো হয়েছে যাত্রীদের। পর্যটক বা এমনি ঘুরতে ইচ্ছুক যাঁরা, তাঁদের Tourist Smart Card ব্যবহার করতে বলা হয়েছে, যার আওতায় ২৫০ বা ৫৫০ টাকার বিনিময়ে দুর্গাপুজোর তিন দিন বা পাঁচদিন যত বার ইচ্ছে মেট্রোয় ওঠা যাবে। বার বার টিকিট কাটার ঝক্কি থাকবে না। যানজট এড়িয়ে ঘোরা যাবে এমাথা থেকে ওমাথা। প্রত্যেক মেট্রো স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে Tourist Smart Card.
মেট্র কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘Aamar Metro এবং যাত্রীদের নিয়ে আমরা গর্বিত। মেট্রো যাতায়াতের একটি সাশ্রয়ী, আরামদায়ক, সহজ মাধ্যম। তাই বেশি সংখ্যক মানুষ মেট্রোকেই বেছে নেন। যাত্রীদের সহযোগিতায় মেট্রো পরিষেবা অক্ষুণ্ণ। তাই সকলকে ধন্যবাদ’।
মেট্রোর এই গ্রিন লাইনই হাওড়া এবং কলকাতাকে সংযুক্ত করেছে। ফলে আগে হাওড়া থেকে কলকাতা আসতে, বা কলকাতা থেকে হাওড়া যেতে যে সময় লাগত, এখন আর তা লাগে না। যাত্রাও বেশ আরামদায়ক। পুজোর মরশুমে বহু মানুষ এই পরিষেবায় উপকৃত হবেন। কলকাতায় ঠাকুর দেখতে আসতে আর হয়রান হতে হবে না। ফলে গ্রিন লাইনে যাত্রীদের ভিড়ও বাড়বে বলে মনে করা হচ্ছে। সেকথা মাথায় রেখেই পরিষেবা বাড়ালেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।






















