Kolkata Metro: বাড়ি বিপর্যয়ের মধ্যেই এবার বউবাজারে জলসঙ্কট!
Kolkata Metro Project: বাড়ি বিপর্যয়ের মধ্যেই এবার জলসঙ্কট। বউবাজারে দুর্গাপিটুরি লেনের পাশে, স্যাঁকরাপাড়া লেনে, জলের পাইপলাইন ভেঙে গিয়ে বিপত্তি।
সুদীপ্ত আচার্য, কলকাতা: বউবাজারে (Bowbazar) স্যাঁকরা পাড়া লেনে, মাটির নিচে পানীয় জলের পাইপ (Water Pipe Line) লাইন ফেটে বিপত্তি। স্থানীয়দের অভিযোগ, মেট্রোর কাজের জন্যই ভেঙে গেছে পাইপ লাইন। দেখা দিয়েছে জলসঙ্কট। আগামীকালের মধ্যে জলের সমস্যার সুরাহা হয়ে যাবে বলে জানিয়েছে পুরসভা।
বাড়ি বিপর্যয়ের মধ্যেই এবার জলসঙ্কট। বউবাজারে দুর্গাপিটুরি লেনের পাশে, স্যাঁকরাপাড়া লেনে, জলের পাইপলাইন ভেঙে গিয়ে বিপত্তি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেট্রোর কাজের জন্যই ভেঙে গেছে পানীয় জলের পাইপ। তার জেরে গত শনিবার থেকে জলশূন্য স্যাঁকরাপাড়া লেনের বেশ কয়েকটি বাড়ি।
পুরসভার তরফে এলাকায় পানীয় জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়। সোমবার পাইপ লাইন মেরামতির কাজ শুরু করে কলকাতা পুরসভা। স্থানীয় কাউন্সিলরের অভিযোগ, মেট্রোর কাজের জন্য, আটকে যাচ্ছে নিকাশি নালা। সিমেন্ট মেশানো বর্জ্যে বুজে যাচ্ছে নর্দমা। ফলে, জল নিকাশির সমস্যা হচ্ছে।
আরও পড়ুন, বউবাজারে ক্ষতিগ্রস্ত ২টি বাড়ি আংশিক ভাঙার কাজ শুরু আজ
কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে, মেট্রোর কাজের জন্য সিমেন্ট মেশানো বর্জ নিকাশি নালায় পড়ছে, নকাশি জ্যাম হচ্ছে। জল নিকাশি অসুবিধা হচ্ছে। পুরসভার তরফে জানানো হয়েছে, স্যাঁকরাপাড়া লেনে, মঙ্গলবার পানীয় জল পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।
এদিকে, বউবাজারে (Bowbazar Building Demolish) ক্ষতিগ্রস্ত ২টি বাড়ি আংশিক ভাঙার কাজ আজ শুরু হবে। KMRCL সূত্রে খবর, আংশিক ভাঙার পর যদি দেখা যায়, বাড়ির বাকি অংশ নিরাপদ, তাহলে সেই অংশটি আর ভাঙা হবে না। কিন্তু যদি দেখা যায়, বাকি অংশ বিপজ্জনক, তাহলে পুরো বাড়িটিই ভেঙে ফেলা হবে। ওই এলাকার বাকি বাড়িগুলির ক্ষেত্রে কলকাতা পুরসভার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে KMRCL সূত্রে খবর। পরামর্শ নেওয়া হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) বিশেষজ্ঞদেরও।