Kolkata Municipal Corporation: মেয়র পারিষদদের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত, বিতর্কে কলকাতা পুরসভা
পুরসভা যখন আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে চলছে, তখন এই বাড়তি খরচ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অর্থাত্, প্রত্যেককে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের টাব দিলে খরচ হবে প্রায় ৭ লক্ষ টাকা।
অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ব্যয় সঙ্কোচে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) একাধিক পদক্ষেপ করেছে। অথচ সেই পুরসভাই প্রত্যেক মেয়র পারিষদকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঘাটতি বাজেটের এই সময়ে পুরসভার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। যদিও তৃণমূলের (TMC) যুক্তি, ট্যাব দিলে কালি কাগজের খরচ কমবে।
কলকাতা পুরসভার দুই রূপ: একহাত ভাঁড়ে মা ভবানী! অন্যহাত গৌরী সেন! কলকাতা পুরসভার দুই রূপ। একদিনে যখন কলকাতা পুরসভা ব্যয় সঙ্কোচের জন্য বেশ কিছু ক্ষেত্রে খরচে রাশ টেনেছে। তখন সেই পুরসভাই আবার প্রত্যেক মেয়র পারিষদকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বাড়তি খরচে বিতর্ক: পুরসভা যখন আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে চলছে, তখন এই বাড়তি খরচ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কলকাতা পুরসভার মেয়র পারিষদের সংখ্যা ১৪। অর্থাত্, প্রত্যেককে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের টাব দিলে খরচ হবে প্রায় ৭ লক্ষ টাকা। এই পরিস্থিতিতে তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে বেহিসেবী খরচের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা।
সরব বিরোধীরা: কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, “অত্যন্ত নির্লজ্জ সিদ্ধান্ত। কর্মচারীদের পেনশন দিচ্ছে না। ২৮ থেকে ৩০ হাজার পদ খালি। এই ট্যাব দিয়ে মেয়র পারিষদদের গতিবিধি চালানোর একটা পরিকল্পনা মাত্র। স্মার্ট ফোন ব্যবহার করার পর কেউ কি ট্যাব ব্যবহার করেন? রাজ্যের মন্ত্রীরা পর্যন্ত ট্যাব ব্যবহার করেন না।“ সিপিএম প্রাক্তন কাউন্সিলর চয়ন ভট্টাচার্যের প্রশ্ন, “এই বিলাসীতার কারণ কী?’’
যদিও, পুর কর্তৃপক্ষের যুক্তি, ট্যাব থাকলে বাড়িতে বসে কাজ করতে পারবেন মেয়র পারিষদরা। সেইসঙ্গে মেয়র পারিষদের মাসিক বৈঠকে যে কাগজ-কালি খরচ হয়, তাতেও রাশ টানা যাবে। কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদ (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) সন্দীপন সাহা বলেন, “ব্যয় সঙ্কোচের চেষ্টা করা হচ্ছে। তবে পুরসভা বেতন দিতে পারছে না, এ সব বাজে অভিযোগ।’’
ব্যয় সঙ্কোচের জন্য আগেই পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। গত ১৪ মার্চ পুরসভার তরফে বিধিনিষেধ জারি করে বলা হয়, পুরসভার সম্পদের রক্ষণাবেক্ষণ ও মেরামতি এবং নতুন স্থায়ী সম্পদ তৈরির জন্য বরাদ্দের ৬০ শতাংশ টাকা আপাতত দেওয়া হবে। বাকি টাকা প্রকল্পের ব্যয় খতিয়ে দেখে আগামী সেপ্টেম্বরে অনুমোদন করা হবে। গত মাসে ১৭৭ কোটি টাকা ঘাটতি মাথায় নিয়ে পুর বাজেট পেশ করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেই জায়গায় মেয়র পারিষদদের ট্যাব দিতে, বাড়তি খরচ কেন, সেই প্রশ্ন তুলছে বিরোধীরা।
আরও পড়ুন: Malda Child Abuse: নারকীয়! উল্টো করে ঝুলিয়ে নির্মম অত্যাচার ৪ বছরের শিশুকে