Kolkata Municipal Election Result 2021: নেতাজি ইন্ডোরের সামনে ধুন্ধুমার, গণনার সময় তৃণমূল নেতার ওপর হামলার অভিযোগ
KMC Election Result 2021: কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে বচসা শুরু হয়। পরে তা ব্যাপক উত্তেজনায় পরিণত হয়।
প্রকাশ সিনহা, কলকাতা: চলছে কলকাতা পুরভোটের গণনাপর্ব (KMC Election Result 2021)। সেই সময় তৃণমূল (TMC) ও কংগ্রেস (Congress) সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার ভোটগণনা চলাকালীন নেতাজি ইন্ডোরের (Netaji Indoor Stadium) সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে বচসা শুরু হয়। পরে তা ব্যাপক উত্তেজনায় পরিণত হয়। তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিল
অভিযোগ, ৪৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শক্তিপ্রতাপ সিংহ যখন এই ওয়ার্ডে আসেন এরপর তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে মারপিট শুরু হয়। তিনি বলেন, "রেজাল্টের পর আমি বাড়ির দিকে বেরোচ্ছি। সেই সময় সন্তোষ পাঠকের ছেলে রোহিত পাঠক, যিনি নির্বাচনের দিনও গ্রেফতার হয়েছিলেন। সে হাওড়া থেকে ছেলে নিয়ে এসে আমাদের ওপর হামলা করেছে। যদি আমি পিছিয়ে যাই আমার ওয়ার্ডে তাহলে আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাব। ইতিমধ্যেই পুলিশকে জানিয়েছি। যা ব্যবস্থা নেওয়া হবে। রোহিত পাঠক লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। "
এদিকে, নেতাজি ইন্ডোর গণনাকেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল কুমার। বসার ব্যবস্থা করেনি কমিশন, দাবি তৃণমূল প্রার্থীর। অন্যদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের ট্রেন্ড স্পষ্ট হতেই কালীঘাটে তৃণমূল কর্মীদের বিজয়োত্সব। সাউন্ড বক্স বাজিয়ে গানের তালে নাচ। চলল আবীর খেলা, মিষ্টি বিলি।
পুরভোটের ফল নিয়ে এদিন সকালে হুঁশিয়ারি দিয়েছিলেন তারক সিংহ। ভোটের ফল ঘোষণার পর কেউ গন্ডগোল করলে মেরে তুলে দেওয়া হবে পুলিশের হাতে। বড়িশা হাইস্কুলে গণনাকেন্দ্রে হাজির হয়ে হুঁশিয়ারি ১১৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী তারক সিংয়ের। সঙ্গে ছিলেন ছেলে অমিত সিং। তিনি ১১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। কলকাতা পুরসভার (KMC Election Result 2021) ১১৮ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল (TMC) প্রার্থী তারক সিংহ (Tarak Singh)। জেতার পর কী বললেন তারক সিংহ? তাঁর কথায়, " দ্বিতীয়বার জিতল পরিবারতন্ত্র। দল বেছে নিয়েছিল। মানুষের জন্য কাজ করেছি। মানুষ ভোট দিয়েছে। জিতেছি। ১৪৪ ওয়ার্ডে ৬ হাজার বুথে ভোট হয়েছে। তবে সবথেকে বেশি খুশি হয়েছি কাকলি বাগ জিতেছেন বলে।''