Kolkata News : বড়সড় আর্থিক স্বস্তি কলকাতাবাসীর, জোড়া ট্যাক্সের গেরো থেকে মুক্তি বড় অংশের পুর-বাসিন্দাদের
Corporation Tax : ২০১৭ সালে KIT মিশে যায় KMDA-র সঙ্গে। আলাদা করে KIT-র অস্তিত্ব অবলুপ্ত হয়। কিন্তু ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ডেভেলপমেন্ট ট্যাক্স থেকে মুক্তি হয়নি। এবার তা থেকে মিলল মুক্তি।
আশাবুল হোসেন, কলকাতা : কলকাতা পুরসভার ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, যাঁরা এতদিন জোড়া ট্যাক্স দিতেন, তাঁদের শুধুমাত্র কর্পোরেশন ট্য়াক্স দিলেই হবে। বিধানসভায় পাস হল - ওয়েস্ট বেঙ্গল টাউন এন্ড কান্ট্রি (প্ল্য়ানিং এন্ড ডেভেলপমেন্ট) অ্য়ামেন্ডমেন্ট বিল: ২০২৩। KMDA-র আর্থিক ক্ষতি হলেও, পুর নাগরিকদের মধ্য়ে বৈষম্য দূর করতে এই পদক্ষেপ জরুরি ছিল দাবি কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation)।
একটাই কলকাতা। কিন্তু তারই বাসিন্দাদের একাংশ দেয় শুধু কর্পোরেশন ট্য়াক্স। আর একটা বড় অংশের বাসিন্দাদের এতদিন কর্পোরেশন ট্য়াক্সের (Corporation Tax) পাশাপাশি গুণতে হত ডেভেলপমেন্ট ট্যাক্স (Development Tax)। সেই বৈষম্য দূর করতে এবার উদ্য়োগী হল রাজ্য সরকার (West Bengal Government)। শুক্রবার বিধানসভায় পাস হল - ওয়েস্ট বেঙ্গল টাউন এন্ড কান্ট্রি (প্ল্য়ানিং এন্ড ডেভেলপমেন্ট) অ্য়ামেন্ডমেন্ট বিল: ২০২৩।
ফলে, এবার থেকে ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, যাঁরা এতদিন জোড়া ট্যাক্স দিতেন, তাঁদের শুধুমাত্র কর্পোরেশন ট্য়াক্স দিলেই হবে। প্রসঙ্গত, ১৯১৪ সালে কলকাতার উন্নয়নের জন্য গঠিত হয় কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা KIT। তখন কলকাতার ওয়ার্ড সংখ্য়া ছিল ১০০। বাড়ি তৈরি করলে নাগরিকদের কাছ থেকে ডেভেলপমেন্ট ট্যাক্স নেওয়া হত। এরপর ১৯৭০ সালে KMDA গঠিত হয়। বৃহত্তর কলকাতায় কালে কালে ওয়ার্ড সংখ্যা ১০০ থেকে বেড়ে হয় ১৪৪।
২০১৭ সালে KIT মিশে যায় KMDA-র সঙ্গে। আলাদা করে KIT-র অস্তিত্ব অবলুপ্ত হয়। কিন্তু ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ডেভেলপমেন্ট ট্যাক্স থেকে মুক্তি হয়নি। এবার তা থেকে মিলল মুক্তি। বড়সড় আর্থিক স্বস্তি পেলেন কলকাতা পুরসভার বড় অংশের বাসিন্দারা। KMDA-র আর্থিক ক্ষতি হলেও, পুর নাগরিকদের মধ্য়ে বৈষম্য দূর করতে এই পদক্ষেপ জরুরি ছিল দাবি কলকাতা পুরসভার। মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, 'বৈষম্য কী করে থাকবে ? একটা মানুষ কলকাতায় থাকবে, বেহালায় থাকলে লাগবে না, মানিকতলায় থাকলে লাগবে, এটা ঠিক না। একটা বৈষম্য হচ্ছিল।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন