Kolkata News: পুজোর আগে বেহাল শহর কলকাতার পথঘাট, বাড়ছে দুর্ঘটনা সংখ্যা
Kolkata Accident: পুজোর আগে বেহাল কলকাতার রাস্তাঘাট। কোথাও বিশাল বিশাল গর্ত। কোথাও পিচ উঠে মোরাম বেরিয়ে পড়েছে।
সঞ্চয়ন মিত্র এবং হিন্দোল দে, কলকাতা: পুজোর (Durga Puja) আগে বেহাল শহর কলকাতার (Kolkata) পথঘাট। পার্কসার্কাস, তারাতলা, রাসবিহারী অ্যাভিনিউ, যাদবপুরের বেশ কিছু অংশে রাস্তার অবস্থা খুবই খারাপ। পিচ উঠে, তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত। বাড়ছে দুর্ঘটনা। পুজোর আগেই রাস্তাঘাট মেরামত করা হবে বলে আশ্বাস দিয়েছেন মেয়র পারিষদ রাস্তা।
পুজোর আগে বেহাল কলকাতার রাস্তাঘাট। কোথাও বিশাল বিশাল গর্ত। কোথাও পিচ উঠে মোরাম বেরিয়ে পড়েছে। বৃষ্টির জল পড়ে কার্যত মরণফাঁদে পরিণত। তারাতলা বেস ব্রিজ, হরিদেবপুরের এমজি রোড থেকে গড়িয়া মেট্রো স্টেশনের কাছে রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোড। ছবিটা একই রকম। বাইপাসেও বেশ কিছু জায়গায় কঙ্কালসার দশা। রুবি মোড়ের কাছে খারাপ রাস্তায় জোড়া তাপ্তি দিয়ে চলছে কাজ। কামালগাজির কাছেও বেহাল রাস্তা।
কলকাতার বিভিন্ন প্রান্তে বেহাল রাস্তার ছবি, কোথাও খোয়া বেরিয়ে গেছে...কোথাও রাস্তাময় বিশাল বিশাল গর্ত... যানবাহন থেকে পথচলতি সাধারণ মানুষ। বৃষ্টির মধ্যে সমস্যায় পড়েছেন সকলেই। পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজ থেকে একই অবস্থা যাদবপুর থানা থেকে বাইপাস গামী রাস্তারও।
আরও পড়ুন, দমদমে লাইনচ্যুত লোকাল ট্রেন, যাত্রী ভোগান্তির আশঙ্কা
সেখানেও রাস্তার বেশির ভাগ অংশে পিচ উঠে গেছে। কঙ্কালসার দশা, তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত। একইছবি তারাতলা, গলফ ক্লাব রোড কিংবা রাসবিহারী অ্যাভিনিউতেও। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (রাস্তা) অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ইতিমধ্যেই মেয়র পুজোর প্রস্তুতি হিসেবে সবার সঙ্গে বৈঠক করেছেন। আমরা সব জায়গায় সার্ভে করছি। পুজোর আগে সারানো হয়ে যাবে।
আশ্বাস তো মিলেছে। কিন্তু পুজোর সময় পথঘাটের কারণে যেন দুর্ভোগ না বাড়ে, আর্জি নাগরিকদের।