Malda News: মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেস থেকে উদ্ধার হল ২ কোটি টাকার মাদক
ABP Ananda LIVE: কম্বল মুড়ে মাদক পাচারের চেষ্টা। মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেস থেকে উদ্ধার হল ২ কোটি টাকার মাদক। গ্রেফতার মাদক পাচারকারী। ধৃতের কম্বল থেকে উদ্ধার হয় ৪৬০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য ২ কোটি ২০ লক্ষ টাকা। মণিপুর থেকে এই মাদক কালিয়াচকে নিয়ে আসা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। মাদক চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখা হচ্ছে।.
বাংলাদেশে চরম অস্থিরতা, ভারতের বিরুদ্ধে লাগাতার বিষোদগারের মধ্যেই এবার পদ্মাপাড়ে যুদ্ধের মহড়া। রাজবাড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বিগ্রেড গ্রুপের যুদ্ধের মহড়া খতিয়ে দেখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। অংশ নিয়েছিলেন সে দেশের তিন বাহিনীর প্রধানও। ইউনূস সরকার কি নতুন কোনও ইঙ্গিত দিতে চাইছে?
আজ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস বলেন, 'যদিও এটা বাস্তব নয়, এটা মহড়া মাত্র। কিন্তু এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি। যাতে আমরা প্রকৃত যুদ্ধে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হল বিজয়ী হওয়া। দেশকে রক্ষা করা। যে কোনও মুহূর্তে, যে যে অবস্থায় রয়েছেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে।' মনে করা হচ্ছে, এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ।