Kolkata Fire Incident: কলকাতার আবাসনে দাউদাউ আগুন ! কাছেই স্কুল-হাসপাতাল, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন..
Kolkata Hunger Street Fire Incident: হাঙ্গারফোর্ড স্ট্রিটে আবাসনে আগুন, আগুনের জেরে ঘন জনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক

কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড। আগুনের জেরে ঘন জনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক। ৯ নং হাঙ্গারফোর্ড স্ট্রিটে আবাসনে আগুন। আবাসনের ছাদে আগুন। আগুন নেভাতে লড়াই দমকলের ৮টি ইঞ্জিনের। এদিকে ঘটনাস্থল থেকে কয়েকহাত দূরেই শহরের নামী হাসপাতাল। স্কুল তার পাশেই দক্ষিণ কলকাতার একটি আবাসনের ছাদে ছড়িয়ে পড়ল আগুন। বলাইবাহুল্য, আগুনের জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আবাসন থেকে বের করা হচ্ছে বাসিন্দাদের।
ওই আবাসনের নিরাপত্তারক্ষী জানিয়েছেন, ১০ মিনিট হল আগুন লেগেছে। ছাদের যে অংশে আগুন লেগেছে, সেটি মূলত যন্ত্রপাতির ঘর। আবাসন ঘর থেকে বাইরে বের করে আনা হলেও আবাসিকদের চোখে -মুখে তখনও আতঙ্ক ছড়িয়ে। এক আবাসিক জানিয়েছেন, আমরা হঠাৎ করে দেখলাম কি, খুব শোরগোল হচ্ছে। নিচ থেকে একজন বলল, আগুন লেগেছে, নেমে এসো।' অপর একজন আবাসিক জানিয়েছেন, 'মনে হয় গিজার ফেটেই এই ঘটনা ঘটেছে।'
গত কয়েকমাসে একের পর এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে কলকাতায়। কখনও গ্যাস সিলিন্ডার, কখনও শর্ট সার্কিটের জেরে আগুন লাগার ঘটনা সামনে আসছে। সম্প্রতি ইএম বাইপাসের ধারে কালিকাপুরে বিধ্বংসী আগুন ছড়িয়েছিল। লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়তেই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ৪ টি ঝুপড়ি। কিছুই অবশিষ্ট নেই বলেই দাবি জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা।
এলাকার এক গৃহবধূ বলেছিলেন, 'আমি রান্নাঘরে দুধ গরম করছিলাম। জানলা দিয়ে দেখতেই দেখলাম আগুন জ্বলছে। ৪ টি ঘর ছিল। আমি বাইরে গিয়ে চিৎকার করতে করতে ততক্ষণে পাশের ঘরেও আগুন লেগে গিয়েছে। তারপর জল এনে...ওই জলে তো আর হয় না ! তারপর পরপর চারটি ঘরেই আগুন লেগে গিয়েছে।' যুদ্ধকালীন তৎপরতায় যখন আগুন নেভানোর চেষ্টায় ছিলেন দমকম কর্মীরা, তখনই ভেসে এল কান্নার আওয়াজ। অধিকাংশই পুড়ে গিয়েছে, কিছুই নেভানোর মতো আর অবশিষ্ট নেই বলেই দাবি জানিয়েছিল এলাকার বাসিন্দারা। অনেকেই কান্নায় ভেঙে পড়েছিলেন। আমার সব চলে গেল, শোনা গিয়েছিল এলাকাবাসীর কাতর আর্তনাদ।
আরও পড়ুন, 'ভালো আছেন' শর্মিলা পুত্র সেফ আলি খান
কালীপুজোর রাতে উল্টোডাঙার আবাসনে দেখা গিয়েছিল অগ্নিকাণ্ড। ক্যামেরাবন্দি হয়েছিল ভয়াবহ ছবি ! আগুনে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এক আবাসিক। স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে বারোটা নাগাদ আবাসতের ১৩ তলার বারান্দায় প্রথমে আগুন দেখা যায়। সেই বারান্দায় ছিল গ্যাসের সিলিন্ডার।সেই সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।অভিযোগ, অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকলেও ঠিক মতো কাজ করেনি। আবাসন ঘুরে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন সেইসময় কাউন্সিলর। কিন্তু কথা হচ্ছে, একের পর এক অগিকাণ্ডের ঘটনায় কার্যতই আতঙ্কে কাঁটা শহরের বাসিন্দারা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
