West Bengal News Live: মেদিনীপুর মেডিক্যালে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ও সিনিয়র চিকিৎসকদের সংগঠন
West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
LIVE

Background
West Bengal News Live: গোয়ালপোখরে পুলিশকে গুলি করে চম্পট, এখনও অধরা আসামি
গোয়ালপোখরে পুলিশকে গুলি করে চম্পট, এখনও অধরা আসামি। ২ দিন পরও এখনও কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ!হেফাজতে থাকা বন্দির কাছে অস্ত্র এল কীভাবে? কোথায় নজরদারি? এখনও অধরা ২০১৮-র খুনের মামলার আসামি সাজ্জাক আলম
Fake Saline: মেদিনীপুর মেডিক্যালে গিয়ে পৌঁছল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ও সিনিয়র চিকিৎসকদের সংগঠন
মেদিনীপুর মেডিক্য়ালে প্রসূতি মৃত্য়ুর ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ড। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে FIR- এর প্রতিবাদে, পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত পরিবর্তন। পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত থেকে পিছু হটল মেদিনীপুর মেডিক্য়ালের জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে চালু রয়েছে জরুরি পরিষেবা এবং ওপিডি। মেদিনীপুর মেডিক্যালে গিয়ে পৌঁছল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ও সিনিয়র চিকিৎসকদের সংগঠন।
Kolkata Fire Incident: ফের অগ্নিকাণ্ড কলকাতায় !
ফের শহরে অগ্নিকাণ্ড। আগুনের জেরে ঘন জনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক। ৯ নং হাঙ্গারফোর্ড স্ট্রিটে আবাসনে আগুন। আবাসনের ছাদে আগুন। আগুন নেভাতে লড়াই দমকলের ৮টি ইঞ্জিনের। এদিকে ঘটনাস্থল থেকে কয়েকহাত দূরেই শহরের নামী হাসপাতাল। স্কুল তার পাশেই দক্ষিণ কলকাতার একটি আবাসনের ছাদে ছড়িয়ে পড়ল আগুন। বলাইবাহুল্য, আগুনের জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আবাসন থেকে বের করা হচ্ছে বাসিন্দাদের।
Saif Ali Khan Health Update: 'ভালো আছেন' শর্মিলা পুত্র সেফ আলি খান
'ভালো আছেন সেফ আলি খান। ICU থেকে বিশেষ কেবিনে সেফকে স্থানান্তরিত করা হয়েছে। আঘাতের কারণে সপ্তাহখানেক তিনি চলাফেরা করতে পারবেন না। দ্রুত সুস্থ হচ্ছেন সেফ। হাঁটানো হয়েছে সেফ আলি খানকে। রিলের মতো রিয়েলেও হিরো সেফ আলি খান। সপ্তাহখানেকের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া হবে সেফকে. হামলার পরে সেফ যখন হাসপাতালে আসেন, তখন তিনি শকড অবস্থায় ছিলেন।'
Saif Ali Khan Attack: হামলায় আহত সেফ আলি খানকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে
হামলায় আহত সেফ আলি খানকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেফকে পর্যবেক্ষণে রেখেছেন লীলাবতী হাসপাতালের চিকিৎসকদের টিম। ছেলেকে দেখতে হাসপাতালে পৌঁছলেন শর্মিলা ঠাকুর। হাসপাতালে এসে পৌঁছেছেন করিনা কপূরও.
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
