Kolkata News: গুলশন কলোনিতে দুষ্কৃতীদের তাণ্ডব, অবশেষে নিউ দিল্লি থেকে গ্রেফতার মিনি ফিরোজ
Gulshan Colony: ১১ সেপ্টেম্বর, ভরসন্ধেয় ভয়ঙ্কর ছবি ধরা পড়েছিল আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনিতে। আগ্নেয়াস্ত্র নিয়ে রীতিমতো তাণ্ডব চালায় দুষ্কৃতীরা।

পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, কলকাতা : গুলশন কলোনিতে দুষ্কৃতীদের তাণ্ডব, অবশেষে গ্রেফতার মিনি ফিরোজ। ১১ সেপ্টেম্বর গুলশন কলোনিতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব। এতদিন অধরা ছিল মূল অভিযুক্ত মিনি ফিরোজ। নিউ দিল্লি থেকে গ্রেফতার মিনি ফিরোজ। নিউ দিল্লি থেকে মিনি ফিরোজকে কলকাতায় আনা হচ্ছে। মিনি ফিরোজকে কলকাতায় নিয়ে এসে পেশ করা হবে আদালতে। ১১ সেপ্টেম্বর, ভরসন্ধেয় ভয়ঙ্কর ছবি ধরা পড়েছিল আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনিতে। আগ্নেয়াস্ত্র নিয়ে রীতিমতো তাণ্ডব চালায় দুষ্কৃতীরা।
এতদিন ধরে মূল অভিযুক্ত মিনি ফিরোজকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও, রিল পোস্ট করে একাধিকবার রীতিমতো হুমকি দিতে শোনা যাচ্ছিল। অথচ তাঁকে গ্রেফতার করা যাচ্ছিল না। অবশেষে পুলিশের জালে আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনিতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালানো দুষ্কৃতীদের মাস্টারমাইন্ড মিনি ফিরোজ। আগামীকাল কাল তাঁকে আদালতে পেশ করা হতে পারে বলে শোনা গিয়েছে। গত ১১ সেপ্টেম্বর প্রথমে ভর সন্ধেয় তাণ্ডব চালানো হয় গুলশন কলোনিতে। তার কয়েক ঘণ্টা পরে কার্যত মাঝরাতে ফের তাণ্ডব চালায় একাধিক দুষ্কৃতীরা। অটো স্ট্যান্ডে চলে ভাঙচুর। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল সেই হামলার ছবি।
সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, ঘটনার পর থেকে এতদিনের মধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে মিনি ফিরোজ বিদ্যমান থাকলেও নাকি পুলিশ তাঁর নাগাল পায়নি। তবে অবশেষে এবার গ্রেফতার হয়েছেন এই অভিযুক্ত। গুলশন কলোনি এলাকার স্থানীয় বাসিন্দারা আগেই এই মিনি ফিরোজের নামে প্রচুর অভিযোগ করেছেন। অথচ সোশ্যাল মিডিয়ায় মিনি ফিরোজকে স্থানীয় কাউন্সিলরের উদ্দেশে বলতে শোনা গিয়েছিল যে, তিনি যদি দুষ্কৃতীরাজই চালান, তাহলে ভোটের সময় কেন ওই কাউন্সলর তাঁর থেকে সাহায্য নেন। বিগত কয়েকদিন ধরে প্রচুর জল্পনার পর অবশেষে এই মিনি ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। সম্ভবত আজ রাতেই বিমানে তাঁকে উড়িয়ে আনা হবে কলকাতায়। কাল পেশ করা হবে আদালতে। তারপর চাওয়া হবে হেফাজতে।
মিনি ফিরোজ বা ফিরোজ খানকে রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ নিউ দিল্লি স্টেশনের কাছে আজমেরি গেট থেকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দারা তাঁকে গ্রেফতার করেছেন। ধৃতকে কলকাতায় আনার প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। ১০ দিন ধরে বেপাত্তা ছিল এই মিনি ফিরোজ। অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে চৌবাগা এলাকার এই বাসিন্দার বিরুদ্ধে। আগামীকাল তাঁকে আদালতে পেশ করে হেফাজতে চাইতে পারে পুলিশ। গুলশন কলোনিতে গত ১১ সেপ্টেম্বর ভর সন্ধ্যায় এবং মাঝরাতে আগ্নেয়াস্ত্র নিয়ে যে তাণ্ডব দেখিয়েছিল দুষ্কৃতীরা, তার মূল চক্রী ছিলেন এই মিনি ফিরোজ। হাতে বন্দুক নিয়ে দাপাদাপি করতে দেখা গিয়েছিল দুষ্কৃতীদের। এই ঘটনায় এর আগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার পাকড়াও হল মূল অভিযুক্ত মিনি ফিরোজ। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি, বিহারে মিনি ফিরোজের একাধিক ডেরায় হানা দেয় পুলিশ। কিন্তু বারবার ফোনের সিম ফেলে দিয়ে পুলিশকে নাস্তানাবুদ করছিলেন তিনি। অবশেষে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।






















