Madan Mitra: 'বীরভূমের দায়িত্ব নিতে আমি রাজি', অনুব্রত ইস্যুতে মন্তব্য মদনের
Madan on Anubrata Birbhum: দিল্লিতে ইডি হেফাজতে অনুব্রত মন্ডল । বীরভূমের দায়িত্ব নিতে রাজি, বলে জানালেন মদন মিত্র।
কলকাতা: দিল্লিতে (Delhi) ইডি হেফাজতে অনুব্রত মন্ডল (Anubrata Mandal)। বীরভূমের (Birbhum) দায়িত্ব নিতে রাজি, বলে জানালেন মদন মিত্র (Madan Mitra)।
এদিন তিনি বলেন,'একটা অনুব্রত গেছে, কিন্তু হাজারটা মদন মিত্র-দেবাংশু তৈরি হয়েছে। আমাকে দিন না, আমি বীরভূমে এক মাস থেকে ভোট করতে রাজি আছি। অনুব্রতর হাতে তৈরি করা মাটি, সেই মাটি কিন্তু বদলায়নি। রাঙা মাটি যেরকম শক্ত ছিল, সেরকমই আছে, সেটা ভোটের দিন বোঝা যাবে। আমি রাজি বীরভূমের দায়িত্ব নিতে।অনুব্রতর তৈরি গড় একটা তিহাড় বদলাতে পারবে না', দিল্লিতে (Delhi) নিয়ে গিয়ে অনুব্রতকে ইডির জেরা নিয়ে মন্তব্য মদন মিত্রের।
বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে আদালতে পেশ করা নিয়ে মধ্যরাতে পারদ চরমে ওঠে। ইডির অফিস থেকে প্রথমে ভার্চুয়াল শুনানি হলেও, বিরোধিতা করলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। পরে মাঝরাতেই অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হল বিচারকের বাসভবনে। দু-পক্ষের সওয়াল শুনে অনুব্রত মণ্ডলকে তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। দিল্লি পৌঁছনোর পর এদিন অনুব্রত মণ্ডলের স্বাস্থ্যপরীক্ষা করা হয়। তারপর ইডি অফিসে নিয়ে যাওয়া হয় বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে। রাত সাড়ে ১১টা নাগাদ ভার্চুয়াল মাধ্যমে শুরু হয় শুনানি। প্রথমেই অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের জন্য হেফাজতের আবেদন জানান ইডির আইনজীবী। কিন্তু ভার্চুয়াল শুনানিতে আপত্তি জানান অনুব্রত মণ্ডলের আইনজীবী। তিনি বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে আদালতে সশরীরে হাজিরার পক্ষে সওয়াল করেন।
প্রসঙ্গত, কখনও ‘বীর’, কখনও ‘বেচারা’। প্রথম থেকেই পার্থ-র পাশে না থাকলেও, জেলবন্দি অনুব্রত মণ্ডলের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়কে থাকতে দেখা গিয়েছে। পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে। তারপর লোকসভা ভোট। কিন্তু, বীরভূমে তৃণমূলের ভোট-ম্যানেজার অনুব্রত মণ্ডল এখন গরু পাচার মামলায় জেলবন্দি। তবে, দলনেত্রী সেই গোড়া থেকেই অনুব্রত মণ্ডলের পাশে। আর এবার সেই অনুব্রতকেই দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিন টুইটে দিলীপ ঘোষ বলেন, 'বীরভূমের ডাকাত, মমতা বন্দ্যোপাধ্যায়ের 'বীর'কে টানতে টানতে সিবিআই-ইডি নিয়ে গেল, গুণ্ডা ভাইদের সাহস হল না আটকানোর।' তবে তিনি, মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদলকেও টুইটে তোপ দাগতে ছাড়েননি তিনি। এবিপি-কে জানান নিজের প্রতিক্রিয়া। বললেন, 'দিল্লিতে লস্যি খাবেন' অনুব্রত।
আরও পড়ুন, ৩ দফা দাবি নিয়ে বিধানসভা অভিযানের ডাক দিল SFI
এবিপি-কে অনুব্রত-র দিল্লি যাত্রার ইস্যুতে প্রতিক্রিয়া দিয়ে দিলীপ ঘোষ বলেন, একটা জিনিস কদিন ধরে আলোচনা হচ্ছিল যাবেন কি, যাবেন না, আমি বলেছিলাম, আমাদের সংবিধান, আমাদের বিচারব্যবস্থার মধ্যে সেই ক্ষমতা আছে। যে একজন এরকম অপরাধীকে নিয়ে যাবে দিল্লিতে, এবং তদন্তে তাঁকে সহযোগিতা করতে হবে। সাধরণ মানুষের যে আস্থা আছে, সেটা প্রমাণিত হবে। আমরা প্রথম থেকেই বলেছিলাম কেন্দ্রীয় বাহিনীর কথা। কারণ প্রথম থেকেই পুলিশের সঙ্গে তার ভাল সম্পর্ক' বলে কটাক্ষ করেন তিনি।