Recruitment Scam: নিয়োগ দুর্নীতির মামলায় এবার বিচারপতির মুখে 'বাল্মীকি'
Biswajit Basu on Recruitment Scam: নিয়োগ দুর্নীতির মামলায় এবার বিচারপতির মুখে 'বাল্মীকি' কমিশন এখন বাল্মীকি হয়েছে, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর।
কলকাতা: নিয়োগ দুর্নীতির মামলায় (Recruitment Scam) এবার বিচারপতির মুখে 'বাল্মীকি' কমিশন এখন বাল্মীকি হয়েছে, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Basu)। মুর্শিদাবাদের সুতির গোঠা হাইস্কুলে নিয়োগ দুর্নীতি, আদালতে রিপোর্ট পেশ করল সিআইডি (CID)।
প্রধান শিক্ষককে গ্রেফতারের ৪ দিনের মাথায় আদালতে রিপোর্ট সিআইডির। 'বেনিয়ম করে চাকরি পাওয়া প্রধান শিক্ষকের ছেলে অনিমেষ তিওয়ারি পলাতক', অনিমেষ কোথায় থাকতে পারেন, সে সম্পর্কে ধারণা রয়েছে আমাদের, আদালতে মন্তব্য করে সিআইডির। 'প্রধান শিক্ষকের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়, একাধিক ব্যক্তি থাকতে পারে। শেষ ৩-৪ বছরে কী করে বেতন পেয়েছেন নথি জাল করে চাকরি পাওয়া অনিমেষ?', সিআইডি-কে প্রশ্ন বিচারপতির।
'অনিমেষ তিওয়ারির জাল করা নথি সরিয়ে ফেলা হয়েছে। জেলা স্কুল পরিদর্শকের দফতর থেকে জাল নথি সরিয়ে ফেলা হয়েছে। নিয়ম অনুযায়ী, কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে সুপারিশপত্র ও নিয়োগপত্র পাঠানো হয়। কিন্তু এক্ষেত্রে সবই গোঠা হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস থেকে পাঠানো হয়েছে। কমিশন এখন বাল্মীকি হয়েছে, মন্তব্য বিচারপতির। ১০ মার্চ মামলার পরবর্তী শুনানি।
রাজ্যে এসএসসি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জল গড়িয়েছে অনেকদূর। গতবছর পুজোর আগে থেকেই এই মামলায় একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। একের পর একজন গ্রেফতার হলেও, বিরোধীদের তরফে দাবি উঠেছে, 'কেন মাথাগুলিকে ধরা হচ্ছে না ?', কোথাও যেনও শিরোনামে এসেও, রয়ে গিয়েছে একাধিক মিসিং লিঙ্ক। কারণ পার্থ গ্রেফতারের পর যখন মুখ খুলেছেন, তখন প্রথম কথাটাই বলেছেন, 'আমি ষড়যন্ত্রের শিকার।' তাহলে প্রশ্নটা রয়েই যাচ্ছে, যদি এটা 'ষড়যন্ত্র' হয়, তাহলে কে এই 'ষড়যন্ত্রের' স্রষ্ঠা ? একদিকে, দিনের পর দিন রাস্তায় চাকরি প্রার্থীদের প্রতিবাদ বিক্ষোভ চলছে। কিন্তু নিয়োগ হচ্ছে কই ? গতবছর থেকেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
আরও পড়ুন, গন্ডার হত্যার জের, গ্রেফতার উত্তর-পূর্ব ভারতের চোরাশিকারের 'কিংপিন'
আর এবার এসএসসি গ্রুপ ডি মামলায় কড়া প্রতিক্রিয়া দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। 'পড়ুয়াদের কথা না ভেবে টাকা দিয়ে চাকরি পেয়েছে। আবার আদালতে এসে কথা বলছে, ইয়ার্কি হচ্ছে?', অবৈধ চাকরিপ্রাপকদের উদ্দেশে মন্তব্য বিচারপতি বসুর। 'সব অবৈধ চাকরিপ্রাপকদের সরিয়ে দিলে শূন্যপদে কত দ্রুত নিয়োগ সম্ভব ? এদের সরাতে কেন নিজেরাই উদ্যোগী হচ্ছে না এসএসসি?', এসএসসিকে প্রশ্ন করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।