Maa Flyover Accident: মা উড়ালপুলে ভয়ঙ্কর দুর্ঘটনা, উল্টে গেল বাইক, নিচে ছিটকে পড়লেন তরুণী
Kolkata Accident News:পুলিশ সূত্রে খবর, বাইকের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। তরুণীর হেলমেট খুলে গিয়ে উড়ালপুল থেকে নীচে ছিটকে পড়ে।

কলকাতা: ফের মা উড়ালপুলে বাইক দুর্ঘটনা সপ্তাহের শুরুতেই। গুরুতর আহত অ্যাপ বাইক চালক ও আরোহী। পুলিশ সূত্রে খবর, বাইকে চড়ে হাওড়ার ডোমজুড় থেকে সল্টলেকের তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরির পরীক্ষা দিতে আসছিলেন এক তরুণী। সেই সময় মা উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইক।
পুলিশ সূত্রে খবর, বাইকের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। তরুণীর হেলমেট খুলে গিয়ে উড়ালপুল থেকে নীচে ছিটকে পড়ে। গুরুতর আহত অ্যাপ বাইক চালককে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তরুণী রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বাইকের বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
এর আগেও গতবছর সাতসকালে মা উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। গার্ডওয়ালে ধাক্কা মেরে বাইক সহ নীচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল ১৮ বছর বয়সি দুই তরুণের। পুলিশ জানিয়েছিল, দুই তরুণই বউবাজারের বাসিন্দা। চালকের মাথায় হেলমেট থাকলেও আরোহীর মাথায় ছিল না। ফ্লাইওভার থেকে নীচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল দুই বাইক আরোহীর।
চিংড়িঘাটা থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিলেন দিশাদ আলম ও আনিস রানা। অনেকটাই বেশি ছিল বাইকের গতি। পরমা আইল্যান্ডের কাছে মা উড়ালপুলে একটি বাঁক রয়েছে। অত্যধিক গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারে বাইকটি। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে সঙ্গে সঙ্গে বাইক সহ দুজনেই ফ্লাইওভার থেকে ছিটকে নীচে পড়ে যান। বাইক চালকের মাথায় হেলমেট থাকলেও আরোহীর মাথা ফাঁকাই ছিল। তিলজলা ট্রাফিক গার্ড ও প্রগতি ময়দান থানার পুলিশ এসে দু'জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে দু'জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
কিছুদিন আগে রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য রাতে মা উড়ালপুল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল KMDA কর্তৃপক্ষ। তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল কলকাতা ট্রাফিক পুলিশ। উড়ালপুলের এজেসি বোস রোডের দিক থেকে যে অংশ পার্ক সার্কাসের ওপর দিয়ে ইস্টার্ন বাইপাসের দিকে গেছে, সেই অংশ-সহ বাকি পূর্বমুখী উড়ালপুল আপাতত প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৫ টা পর্যন্ত পুরোপুরি বন্ধ ছিল। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ জারি ছিল। কাজ চলাকালীন উড়ালপুলের বদলে নিচের পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং হয়ে চার নম্বর ব্রিজ ধরে যাতায়াত করে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
