Calcutta University: লোহার বিম চাঙড়-সহ ভেঙে পড়ল ছাত্রীদের বিছানায়! কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে ভয়ঙ্কর কাণ্ড!
Kolkata News: শুক্রবার ভোরবেলা বড়সড় বিপত্তি ঘটল বিডন রোয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ঘরের মাঝখানে ভেঙে পড়ে আছে লোহার বিম। শুক্রবার ভোরবেলা বড়সড় বিপত্তি ঘটল বিডন রো-য়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে। তখন প্রায় সকলেই ঘুমোচ্ছিলেন। আচমকা একটি ঘর থেকে কিছু ভেঙে পড়ার শব্দ হয়। দেখা যায়, একটি ঘরে লোহার বিম চাঙড়-সহ ভেঙে পড়েছে দরজার উপরে। সেইসময় ২ জন ছাত্রী ঘুমোচ্ছিলেন। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তাঁরা।
১৮৫৭ সালে তৈরি কলকাতা বিশ্ববিদ্যালয়ের, এই গার্লস হস্টেলে ৭৫ জন আবাসিক রয়েছেন। সামনেই পরীক্ষা, তারমধ্যে হস্টেলের ঘরে লোহার বিম ভেঙে পড়ায় আতঙ্কে ঘুম ছুটেছে ছাত্রীদের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলের এক আবাসিক অনুরাধা ঘোষ বলেন, 'আমরা আতঙ্কে আছি, আমাদের রুমেই ঘটনাটা ঘটেছে। আমার উল্টো দিকের বেডে যে ছিল, তাঁর দিকে হয়েছে। একটা দরজার কারণে বিমটা আটকে যায়, তাই খাটের মধ্যে পড়েনি।'
আরেক আবাসিকের কথায়, 'আমাদের ১৭ নম্বর রুমের সহপাঠীরা ঘুমন্ত অবস্থায় ছিল। হঠাৎ করে উপর থেকে সিমেন্টের চাঙড়গুলো তাঁদের গায়ে পড়তে থাকে, ভোর সাড়ে ৫টা নাগাদ। তারা টের পেয়ে উঠে যায়, অন্যত্র রুমে ছুটে যেতে সক্ষম হয়। আমরা বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। স্যাররা এসেছিলেন আমরা কথা বলেছি। রেজিস্ট্রার এবং ভিসিকে, লিখিত মেয়েরা একত্রিত ভাবে সই করে জানাই, ডেপুটেশন দিয়েছি।'
ছাত্রীরা অভিযোগ করেন, দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের হস্টেলে তালাবন্দি করে রেখেছে। গার্লস হস্টেলের আবাসিক কৃষ্ণা রায় বলেন, 'অন্যত্র আমাদের সুরক্ষা দেওয়া হোক। আমরা আতঙ্কিত হয়ে আছি। এই সমস্যার জন্য আমরা পড়াশোনা করতে পারছি না। পরীক্ষার সময়ে আমাদের নিয়ে যে টানাটানি হচ্ছে। আমাদের যথেষ্ট প্রাণহানির আশঙ্কা রয়েছে। তালাবন্ধের নির্দেশ হতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।'
খবর সম্প্রচারিত হওয়ার মাঝেই এক ব্যক্তিকে হস্টেলের দরজায় নতুন করে তালা লাগাতে দেখা যায়।
এদিনের ঘটনায় ১৬০ বছরের পুরনো বাড়ির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে বলেন, 'পিডব্লুডির বড় ইঞ্জিনিয়ারদের খতিয়ে দেখতে বলি।
ওরা জানায় পুরো বাড়ি ইভাকুয়েট করতে হবে।
আমাদের বালিগঞ্জে গেস্ট হাউসে ছাত্রীদের রাখা হবে ২৪ জনকে। বিহারিলাল কলেজের হস্টেলে ২২ জনকে রাখা হবে। নিউ লেডি হস্টেলে ১০ জনকে রাখা হবে। ইউথ হস্টেলে প্রয়োজনে কিছু মেয়েকে রাখা হবে।
এদিন দুপুরে হস্টেলের ছাত্রীদের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।






















