Md. Salim On Mamata: '..সরকার চাইলে দাঙ্গা হয়' ! মুর্শিদাবাদ কাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা, জ্যোতি বসুর কথা মনে করালেন সেলিম
MD Selim Attacks CM Mamata বামেদের ব্রিগেড সমাবেশে ওয়াকফ অশান্তির ইস্যুতে মমতাকে নিশানা, কী বললেন সেলিম ?

কলকাতা: বামেদের ব্রিগেড সমাবেশে মুর্শিদাবাদ কাণ্ডে মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন মহম্মদ সেলিম। এদিন তিনি বলেন, তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রশাসনের মুরোদ নেই, এই দাঙ্গাবাজদের আটকাবে। তাঁর জন্য লাল ঝাণ্ডাকে মজবুত করতে হবে। ডাণ্ডাগুলিকে একটু মোটা করতে হবে। তবে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারব, এরাজ্যে যারা দাঙ্গা করতে আসবে, মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই সাহস করতে পারেন না। দাঙ্গা কেন হয় ? এই বাংলার বুকে জ্যোতি বসু বলেছিলেন, সরকার চাইলে দাঙ্গা হয়। আর সরকার না চাইলে দাঙ্গা হয় না।'
আরও পড়ুন, 'ভোটব্যাঙ্কের জন্য ঘৃণার বিষ ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী..' ! মুর্শিদাবাদ কাণ্ডে গুরুতর অভিযোগ শুভেন্দুর
এদিন তিনি শাসক দল ও গেরুয়া শিবিরকে একসঙ্গে আক্রমণ শানিয়েছেন। বলেছেন, 'বিজেপি-তৃণমূল খেটে খাওয়া মানুষের ঐক্যে ফাটল ধরাচ্ছে। মুর্শিদাবাদ, মালদায় যে ঘটনা ঘটল, রামনবমী-হনুমানজয়ন্তী করছে তৃণমূল-বিজেপি। বিজেপি-তৃণমূলের নেতারা প্রতিদিন নাটক করছে, ওদের স্ক্রিপ্ট লিখে দিয়েছেন মোহন ভাগবত। বিরোধী দলের নেতা তৃণমূলের সাজানো, আজ মহান সাজতে চাইছে বিরোধী দলের নেতা। প্রতিদিন হিন্দু-মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে ঘৃণাভাষণের মাধ্যমে, কেন একটিও মামলা করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়', মুর্শিদাবাদে অশান্তি নিয়ে বিজেপি-তৃণমূলকে একযোগে আক্রমণ মহম্মদ সেলিমের।
সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে রণক্ষেত্র হয়ে উঠেছিল মুর্শিদাবাদের নানা প্রান্ত! জ্বালিয়ে দেওয়া হয়েছিল পুলিশের গাড়ি! জঙ্গিপুরে আবার অশান্তির সময় পুলিশের দোকানে লুকিয়ে পড়ার ছবি সামনে আসায় জোর বিতর্ক তৈরি হয়। এই আবহেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে রাজ্য় সরকার জানাল। ৮ এপ্রিল রঘুনাথগঞ্জের উমরপুরে SDPO-র গ্লক পিস্তল ছিনতাই করে দুষ্কৃতীরা। সেখানে ১০ রাউন্ড গুলি ছিল। জঙ্গিপুরের SDPO-র গাড়ি ও হাইওয়েতে টহলরত গাড়িতে আগুন লাগানো হয়। বিক্ষোভকারীরা হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারা লাঠি, হাঁসুয়া, লোহার রড ও অন্য় অস্ত্র নিয়ে হত্য়ার উদ্দেশে পুলিশের ওপর চড়াও হয়। ওয়াকফ আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল সূতি ও সামশেরগঞ্জ। এবার এই দুটি থানা এলাকাতেই পুলিশের সাংগঠনিকস্তরে রদবদল করা হল। এতদিন এই দুই থানায় সাব ইনস্পেক্টর পদমর্যাদার অফিসাররা ছিলেন OC। এবার সেই সুতি ও সামশেরগঞ্জ থানায় OC-র ওপর বসানো হল IC পদমর্যাদার অফিসারদের।
প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হাথরসে লোক পাঠাচ্ছে, মণিপুরে লোক পাঠাচ্ছে কিন্তু জঙ্গিপুরে লোক পাঠাচ্ছে না। সব ভোটের সময় মুসলমান মুসলমান হবে, ভোটের সময় হিন্দু হিন্দু হবে, আরে বিপদের সময় কোথায় তোমরা? এদিকে মুর্শিদাবাদের অশান্ত জায়গায় আপাতত মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আর এসবের মধ্যেই, ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও তাঁকে অশান্ত এলাকায় না যেতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আমি আবেদন করব মাননীয় রাজ্য়পাল মহাশয়কে। দয়া করে কিছুদিন অপেক্ষা করুন।






















