Kolkata News: বিশ্বকর্মা পুজোর রাতে অঘটন, ট্যাংরায় নাকা চেকিংয়ের সময় আক্রান্ত পুলিশ
Kolkata Traffick Guard Police Attacked: বিশ্বকর্মা পুজোর রাতে আক্রান্ত ট্রাফিক পুলিশ, নথি পরীক্ষা করতে চাওয়ায় ২০-৩০ জন বাইক আরোহী কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ
কলকাতা: বিশ্বকর্মা পুজোর রাতে নাকা চেকিংয়ের সময় আক্রান্ত ট্রাফিক পুলিশ। নথি পরীক্ষা করতে চাওয়ায় ২০-৩০ জন বাইক আরোহী কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ।
বাইক থামিয়ে নথি দেখতে চাওয়ায় পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌতুক ঘোষ, এক কনস্টেবল ও এক সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ির উইন্ড স্ক্রিন। গতকাল রাতে ট্যাংরা এলাকার চায়না টাউন ও ক্রিস্টোফার রোডে নাকা চেকিং চলছিল। অভিযোগ, নথি পরীক্ষা করতে চাওয়ায় ২০-৩০ জন বাইক আরোহী কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়। কারা হামলা চালাল, CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে শনাক্ত করার চেষ্টা করছে তপসিয়া থানার পুলিশ।
আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্য়েই সম্প্রতি উত্তর ২৪ পরগনার হাসনাবাদে ধর্ষণে অভিযুক্তের বাড়িতে তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিল পুলিশ। এক মহিলা এক ব্য়ক্তির বিরুদ্ধে পুলিশ আউটপোস্টে ধর্ষণের অভিযোগ করেছিলেন। অভিযোগ পেয়ে গভীর রাতে অভিযুক্তের বাড়িতে যায় পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত ও তাঁর সঙ্গীরা পুলিশকে মারধর ও ধাক্কাধাক্কি করেছিল। ঘটনায় এক এএসআই সহ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছিলেন। পুলিশকর্মীদের ওপর হামলার অভিযোগে দু'জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন, স্ল্যুইস গেট দিয়ে ঢুকছে জল ! কোথায় কর্মীরা ? বন্যা পরিস্থিতির আশঙ্কায় রাত জাগার নির্দেশ সেচমন্ত্রীর
অপরদিকে, এর আগে লোকসভা ভোটের আগে সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত হয়েছিল পুলিশ । শীতুলিয়া পুলিশ ক্যাম্পের ভেতরে ঢুকে হামলা দুষ্কৃতীদের। ক্যাম্পের ভিতরে পুলিশ কনস্টেবলের উপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। মাথায় রড দিয়ে আঘাত করা হয়েছিল বলে অভিযোগ। এরপরেই আহত কনস্টেবলকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছিল সন্দেশখালি থানার পুলিশ। কী কারণে হামলা,জানতে তদন্তে নামে পুলিশ। অন্যদিকে, হাসপাতাল সূত্রে খবর, আহত পুলিশ কর্মীর মাথায় গুরুতর আঘাত ছিল। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে ছিল। যার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।