Anubrata Mandal: টেট পাস না করেই চাকরি অনুব্রত-কন্যার ? স্কুলে না গিয়েই প্রতি মাসে বেতন !
TET SSC Scam Anubrata Daughter: টেট পাস না করেই চাকরি অনুব্রত-কন্য়ার ? আগামীকাল দুপুর ৩টের মধ্যে টেট সার্টিফিকেট নিয়ে হাজিরার নির্দেশ।
কলকাতাঃ পরেশ-কন্যার পর এবার অনুব্রত-কন্যার (Anubrata Mandal's Daughter) বিরুদ্ধে হাইকোর্টে মামলা (Calcutta High Court)। টেট পাস না করেই প্রাথমিকে শিক্ষকের চাকরি অনুব্রত-কন্যার? স্কুলে হাজিরার বদলে বাড়িতেই আসত হাজিরার রেজিস্টার? আগামীকাল দুপুর ৩টের মধ্যে টেট সার্টিফিকেট নিয়ে হাজিরার নির্দেশ।
অভিযোগ, টেট পাস করেননি অনুব্রত-কন্যা সুকন্যা, বাড়িতেই আসত রেজিস্টার। প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন, কোনওদিন স্কুলে যাননি। হাজিরার রেজিস্টার পাঠানো হত অনুব্রত মণ্ডলের বাড়িতে। বোলপুরের কালিকাপুরে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছেন সুকন্যা। হাইকোর্টে অভিযোগ মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিমের। কালকের মধ্যে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকাকে রেজিস্টার নিয়ে হাজিরার নির্দেশ। তবে শুধু সুকন্যাই নয়, চাকরি পেয়েছেন অনুব্রতর আরও ৫ আত্মীয়। চাকরি পেয়েছেন অনুব্রতর ভাই, ভাইপো, আপ্ত সহায়ক ছাড়াও ২ ঘনিষ্ঠ। টেট পাস না করেই স্কুলের চাকরি পাওয়ার অভিযোগে মামলা আগামীকাল দুপুর ৩টার মধ্যে ৬জনকে টেট সার্টিফিকেট নিয়ে হাজিরার নির্দেশ। হাজিরা না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের। বীরভূমের পুলিশ সুপারকে আদালতের রায় জানানোর নির্দেশ। প্রসঙ্গত, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে। কম নম্বর পেয়েও তিনি কী করে চাকরি পান, এনিয়ে প্রশ্ন তুলে ববিতা সরকার প্রকাশ্যে আসেন। মামলায় মন্ত্রী কন্যা অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এদিকে এবার সামনে এল অনুব্রত কন্যারও চাকরি নিয়ে এল গুরুতর অভিযোগ।
আরও পড়ুন, জানতাম দিদি পাশে থাকবেন: অনুব্রত মণ্ডল
অপরদিকে, রাজ্যের শাসকদলের এই হেভিওয়েট নেতা অনুব্রত মন্ডলের উপরে ঝুলছে গরুপাচার মামলার তদন্ত। নাম জড়ানোর পর এখন অবধি অসংখ্য বার তিনি ইডি-সিবিআই-র হাজিরা এড়িয়েছেন। কখনও বীরভূমের বাড়ি থেকে বেরিয়ে আসানসোল হয়ে কলকাতা আসার পথে নিজাম প্যালেসের গা ঘেষে বেরিয়ে যান তিনি। এর আগে সিবিআই তলবের পর বুকে হাত দিয়ে তাঁকে বেরোতে দেখা গিয়েছে। তারপর সোজা গিয়ে ভর্তি হয়েছেন এসএসকেএম-এ। তবে এসএসসি দুর্নীতি মামলায় তলব এড়িয়ে কিছুতেই যাতে এসএসকেম-এ না যেতে পারেন, তার জন্য পার্থ ইস্যুতে আগেই ঝাঁপিয়ে পড়েছিল সিবিআই। তারপরেই এসএসকেএম-র উডবার্ণ-এ এখন আর চাইলেই ভর্তি হওয়া যাবে না, স্পষ্ট বলে জানায় হাইকোর্ট। আর এবার তাই চেয়েও আর এসএসকেএম-এ ভর্তি হতে পারেননি অনুব্রত। তারপর ফিরে যান বীরভূমে। তারপরই তিনি সিবিআই-র হাতে গ্রেফতার হন। এদিকে সম্প্রতি এসএসসি দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অর্থ এবং সোনা উদ্ধারের পর এবার অনুব্রত-র এফডি অ্যাকাউন্ট থেকে প্রায় ১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে সিবিআই। আর এরপরেই ধেয়ে আসছে একের পর এক প্রশ্ন।