Sougata Roy: 'কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শৃঙ্খলাহীন হলে মুশকিল', জাদুঘর গুলিবর্ষণকাণ্ডে প্রতিক্রিয়া সৌগত-র
Sougata Roy on Museum shoot out Case: জাদুঘর গুলিবর্ষণকাণ্ডে এদিন কড়া প্রতিক্রিয়া দিলেন সৌগত রায়।
কলকাতাঃ জাদুঘর গুলিবর্ষণকাণ্ডে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে জানানো হয়েছে, এই ঘটনায় তদন্ত এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব (TMC)। জাদুঘর গুলিবর্ষণকাণ্ডে এহেন মুহূর্তেই কড়া প্রতিক্রিয়া দিলেন সৌগত রায় (Sougata Roy)।
মূলত রাজ্য পুলিশের বিরুদ্ধে নানা ইস্যুতে একের পর এক অভিযোগ তুলেছে গতকয়েক মাসে কেন্দ্র। সে খুনের মামলায় সিট গঠনই হোক, কিংবা ভোটের ডিউটিতে। বরবারই রাজ্য পুলিশের বিরুদ্ধে সরব গেরুয়া শিবির। এমনই এক মুহূর্তে জাদুঘরের ঘটনায় মুখ খুললেন এবার সৌগত রায়।এদিন সৌগত বলেন, 'কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শৃঙ্খলাহীন হয়ে পড়লে খুবই মুশকিল। কলকাতা পুলিশ যে, তাঁকে ধরতে পেরেছে, তাঁর অস্ত্র সরিয়ে দিতে পেরেছে, এটা কলকাতা পুলিশের বড় কৃতিত্ব।' এদিকে অক্ষয়কুমার মিশ্রের হয়ে কোনও আইনজীবী আদালতে সওয়াল করতে আসেননি। রবিবার ফের জাদুঘরে গুলিবর্ষণের ঘটনায় আসে ফরেন্সিকের দল। তার নমুনা সংগ্রহ করার পাশাপাশি পরীক্ষা করা হয় সিআইএসএফ-র গাড়িটিও।
প্রসঙ্গত, এই গুলিবর্ষণকাণ্ডে কতগুলি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ডিপার্টমেন্টে হেনস্থা, অপমানই কি এই আক্রোশ তৈরি করেছে ? ধৃতের বয়ানে তো তেমনটাই তথ্য় উঠে আসছে। আর এখানেই আতঙ্ক ছড়িয়েছে। সার্ভিস রাইফেল সহ যেখানে দেশবাসীকে সুরক্ষা দিতেই কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্বে রাখা হয়। সেখানে বিভাগীয় মানসিক নিপীড়নের জেরেই যে গুলি চালানোর পরিকল্পনা নিতে পারেন কেউ, তা নিয়েই মূলত আশঙ্কা তৈরি হয়েছে। মূলত কোনও অঘটন ঘটনার আগে কিছুই বোঝা সম্ভব হবে না তাহলে ? তাই ইতিমধ্যেই কেন্দ্র ইতিমধ্যেই বাহিনীর মানসিক অবস্থা জানার জন্য সিদ্ধান্ত নিয়েছে।
অপরদিকে জানা গিয়েছে, এসএসকেএম থেকে ছাড়া হয়েছে জখম অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট সুবীর ঘোষকে।জাদুঘরে গুলিকাণ্ডে জখম সিআইএসএফের অ্যাসিস্ট্যান্ট কমাডান্টের অবস্থা এখন স্থিতিশীল। ডান কনুইয়ের নীচে হাত ফুঁড়ে বেরিয়ে যায় গুলি, হাসপাতাল সূত্রে খবর। গুলি হাত ফুঁড়ে বেরিয়ে গিয়েছে, অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি, হাসপাতাল সূত্রে খবর। ‘আমার ওপর কোনও রাগ নেই, ঘটনাটি আচমকা ঘটেছে’। এসএসকেএম থেকে ছাড়া পেয়ে এমনটাই মন্তব্য জখম অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট সুবীর ঘোষের।
আরও পড়ুন, 'যেভাবে মুখ্যমন্ত্রী চলেছেন, সেভাবেই বিজেপি', ঝাড়খণ্ডকাণ্ডে বিস্ফোরক সুজন
তবে এদিন নিহত জওয়ানকে কলকাতায় গার্ড অনার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট দেরিতে আসার জন্য সিদ্ধান্ত বদল করে নেওয়া হয়। তাই কলকাতা থেকে আর কিছুক্ষণের মধ্যেই তার দেহ নিয়ে কলকাতা থেকে উড়িষ্যার পথে রওনা দেওয়া হবে। মূলত পরিবার এসএসকেম-এ না গেলেও, তাঁদের অনুমতি নিয়ে সেখানে জওয়ানের শীর্ষ আধিকারিকরা পৌঁছে যান। তবে দুপুর গড়াতেই ইতিমধ্যেই এসে পৌঁছেছে জাদুঘরে গুলিকাণ্ডে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। ময়নাতদন্তের পর জানিয়েছে এসএসকেম কর্তৃপক্ষ জানিয়েছে, 'রঞ্জিতকুমার সারেঙ্গির শরীরে ১৫ রাউন্ড গুলির অন্তত পাঁচটি গুলি লেগেছে। কপালে, বুকে, পেটে, হাতে গুলি লেগেছে রঞ্জিতকুমার সারেঙ্গির।'