Suvendu Adhikari: আজ বিরসা মুন্ডার জন্মজয়ন্তী, বাঁকুড়ায় পদযাত্রা ও জনসভা শুভেন্দুর
Suvendu Bankura Rally: বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে আজ বাঁকুড়ায় আজ পদযাত্রা এবং সভা শুভেন্দু অধিকারীর।

কলকাতা: বিরসা মুন্ডার (Birsa Munda) জন্মজয়ন্তী উপলক্ষে আজ বাঁকুড়ায় আজ পদযাত্রা এবং সভা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এনিয়ে ইতিমধ্যেই সোশ্যালমিডিয়ায় একটি পোস্টও করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন দুপুর ২ নাগাদ কর্মসূচি শুরু হওয়ার কথা।
প্রশাসন বাতিল করলেও আজ বাঁকুড়ার রাইপুরে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি হাইকোর্ট
রাজ্যে ফের একবার বিরোধীদের সভা করার অনুমতি দিয়ে দড়ি টানাটানি! শেষ অবধি জল গড়াল আদালতে! আর সেখান থেকেই মিলল সমাধান সূত্র! মঙ্গলবার বাঁকুড়ার রাইপুরে শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) কর্মসূচিতে অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। রাইপুরে শুভেন্দুর সভা হবে। হাইকোর্টের নির্দেশ, বিরোধী দলনেতা কেন্দ্রীয় নিরাপত্তা পান। তাঁর সভায় সিআইএসএফ থাকবে। সহযোগিতা করতে হবে পুলিশকে। প্রসঙ্গত, গত ১০ নভেম্বর সভার অনুমতি দিয়েও ১১ নভেম্বর সভা বাতিল করে পুলিশ। অন্যত্র গুরুত্বপূর্ণ নিরাপত্তাজনিত ডিউটির কারণে প্রয়োজনীয় বাহিনী মোতায়েন সম্ভব নয়। এদিকে রাইপুর মাওবাদী অধ্যুষিত এলাকা। তাই নিরাপত্তার কারণে সভার ছাড়পত্র সম্ভব নয়, জানিয়েছিল পুলিশ।
আরও পড়ুন, তৃণমূলের গোষ্ঠী-দ্বন্দ্বের জেরে বোমাবাজি, থমথমে সাঁইথিয়া, গোটা গ্রাম পুরুষ শূন্য !
বিজেপির রাইপুর ১ নম্বর মণ্ডলের সভাপতিকে লেখা অনুমতিপত্রে পথসভা ও মিছিলের জন্য ছাড়পত্র দেওয়া হয়। তাতে উল্লেখ ছিল, ১৫ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার রাইপুরের থানাগোড়া মোড় থেকে বাসস্ট্যান্ড, ট্রাফিক মোড়ে মিছিল এবং পথসভা করবে বিজেপি। কিন্তু, এর পরের দিনই সভা বাতিলের কথা জানিয়ে ফের বিজেপির মণ্ডল সভাপতিকে চিঠি দেন মহকুমা শাসক। চিঠিতে উল্লেখ করা হয়, রাইপুর থানার আইসির রিপোর্টের ভিত্তিতে সভার অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না।
পুলিশের দাবি, অন্যত্র গুরুত্বপূর্ণ নিরাপত্তা জনিত ডিউটি থাকার কারণে ওই নির্দিষ্ট দিনে বিজেপির সভার জন্য প্রয়োজনীয় পুলিশ বাহিনী মোতায়েন করা সম্ভব নয়। তার উপর রাইপুর থানা মাওবাদী অধ্যুষিত এলাকা ভুক্ত হওয়ায় পর্যাপ্ত বাহিনী মোতায়েন ছাড়া সভার জন্য ছাড়পত্র দেওয়া সম্ভব হচ্ছে না। সভার জন্য অন্য কোনও দিন এবং জায়গা ঠিক করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। শেষ অবধি সভা করার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। সোমবার বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন,বাঁকুড়ার রাইপুরে বিজেপি তাদের কর্মসূচি পালন করতে পারবে। যেহেতু বিরোধী দলনেতা থাকবেন, তাই স্থানীয় পুলিশের সঙ্গে থাকবে CISF। দু’পক্ষকেই পরস্পরকে সহযোগিতা করতে হবে। হাইকোর্টের নির্দেশের পরে কর্মসূচির প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি






















