Kolkata News: সল্টলেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঢুকে তৃণমূল বিধায়কের উপর হামলার অভিযোগ
Jyotipriya Mallick TMC MLA: পুলিশের সামনেই ধাক্কা মারার অভিযোগ তৃণমূল বিধায়কের। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস, কলকাতা : সল্টলেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঢুকে তৃণমূল বিধায়কের উপর হামলার অভিযোগ। বাড়িতে অফিস ঘরে ঢুকে জ্যোতিপ্রিয় মল্লিককে 'ধাক্কা' দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, 'অফিস ঘরে ঢুকে আচমকা আমাকে ধাক্কা মারে এক যুবক। যুবকের ধাক্কায় আমি পড়ে যাই। হামলাকারী হাবড়ার বাসিন্দা, দুপুর ৩টে থেকে বাড়ির সামনে ঘুরছিল। হয়তো কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হামলাকারী, জানি না'। পুলিশের সামনেই ধাক্কা মারার অভিযোগ তৃণমূল বিধায়কের। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
সল্টলেকে প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক জ্যোতিপ্ৰিয় মল্লিকের বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, আজ রাত আটটা নাগাদ বিধায়কের বাড়িতে ঢুকে তাঁকে ঘুষি মারেন অভিযুক্ত। যুবকের আঘাতে পড়ে যান তিনি। জ্যোতিপ্ৰিয় মল্লিকের ডান দিকের পাঁজরের তলায় ও কোমরে আঘাত লাগে। প্রাক্তন মন্ত্রীর চিৎকারে ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলে সহযোগীরা। অভিযুক্তকে আটক করে বিধাননগর উত্তর থানা। পুলিশ সূত্রে খবর, আটক অভিষেক দাস হাবড়ার জয়গাছিয়া এলাকার বাসিন্দা। আজ দুপুর তিনটে থেকে অটো করে ঘুরছিল অভিযুক্ত।জ্যোতিপ্ৰিয় মল্লিক গাড়ি থেকে নেমে বাড়িতে ঢোকার সময়ে হামলা করে। কী কারণে হামলা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমানে হাবড়ার বিধায়ক। এই হাবড়ারই জয়গাছার এক বাসিন্দা তাঁর উপরে হামলা করেছে বলে অভিযোগ। মদ্যপ অবস্থায় এসেছিল ওই যুবক, এমনই অভিযোগ। জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, তিনি একটি মিটিং সেরে গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকেছিলেন। সবে চেয়ার বসেছেন, প্রায় সঙ্গে সঙ্গেই ওই যুবক এসে তাঁকে প্রবল জোরে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে চেয়ার পড়ে যান প্রাক্তন মন্ত্রী। চিৎকার করে ওঠেন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, তিনি অফিসে ঢোকার সময়েই পিছন পিছন আসছিল অভিযুক্ত। বিধায়ক ভেবেছিলেন কেউ হয়তো সাহায্য চাইতে এসেছে। আচমকা ওই যুবক পাঁজরে ধাক্কা মারে প্রচণ্ড জোরে। আজ বিশ্বকাপের খেলা থাকায় তৃণমূল বিধায়কের ঘরে কোনও লোক ছিল না, অন্যদিন থাকেন। আচমকা ধাক্কা খাওয়ার পর চিৎকার করেন জ্যোতিপ্রিয় মল্লিক। ছুটে আসেন বাইরে থাকা লোকজন। আসেন এক পুলিশকর্মীও। বিধায়কের দাবি, অভিযুক্তের গায়ে এত শক্তি ছিল যে তাকে টেনে বের করা যাচ্ছিল না। পুলিশকে তৃণমূল বিধায়ক বলেছেন, তাঁর উপর কোনও শত্রুতা থী অভিযুক্ত যুবক এই কাণ্ড ঘটিয়েছে কিনা, তা খতিয়ে দেখতে।






















