Kolkata News: কে কে-মৃত্য়ু, কোভিড সংক্রমণ, আরজিকর ও কলকাতা মেডিক্যালে আপাতত বন্ধ ফেস্ট
COVID Situation: নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর, সঙ্গীতশিল্পী কেকে’র মর্মান্তিক মৃত্যু একাধিক প্রশ্ন তুলে দিয়েছে।
ঝিলম করঞ্জাই, কলকাতা: কোভিড বাড়ছে (COVID-19)। এই পরিস্থিতিতে কোনও ফেস্ট হবে না। পরে হলে হবে পুলিশের বিধি মেনে। জানিয়ে দিলেন, আরজিকর ও কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। সঙ্গীতশিল্পী কেকে’র (Singer KK Death) মৃত্যু ঘিরে বিতর্কের আবহে ফেস্ট নিয়ে ধাক্কা খেলেন দুই কলেজের উদ্যোক্তারা (College Fest)।
কে কে-র মৃত্য়ুতে তরজা অব্য়াহত
নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর, সঙ্গীতশিল্পী কেকে’র মর্মান্তিক মৃত্যু একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। কেন ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি? কেন আড়াই হাজার আসনের পেক্ষাগৃহে এত দর্শক ঢুকলেন?
এসব প্রশ্ন নিয়ে, যুক্তি-পাল্টা যুক্তির কাটাছেঁড়ার মধ্যেই কলকাতার যে কোনও অডিটোরিয়ামে কলেজ ফেস্ট করার ক্ষেত্রে, নির্দেশিকা জারি করেছে লালবাজার। সতর্কতা অবলম্বন করছে KMDA-ও।
এই পরিস্থিতিতে, ধাক্কা খেল RG KAR ও কলকাতা মেডিক্যাল কলেজের ফেস্টের পরিকল্পনা। সাধারণভাবে জুলাই-অগাস্ট মাসে হয় NRS, RG KAR ও কলকাতা মেডিক্যাল কলেজের নজরকাড়া ফেস্ট।
কোভিড আবহে গত ২ বছর তা হয়নি। তাই এবার প্রস্তুতি চলছিল জোরদার। কিন্তু সঙ্গীতশিল্পী কেকে’র মৃত্যু ঘিরে বিতর্কের আবহে সেই প্রস্তুতি ধাক্কা খেলেন RG KAR ও কলকাতা মেডিক্যাল কলেজের উদ্যোক্তারা।
আরজিকর ও কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্য়ান সুদীপ্ত রায় বলেন, "কোভিড বাড়ছে। এ রকম অনুষ্ঠান হবে না। পরবর্তী কালে হলে বিধি মেনে হবে।"
লালবাজারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এ ধরনের অনুষ্ঠানের আগে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কলকাতা পুলিশকে বিশদ তথ্য জানাতে হবে। অডিটোরিয়ামের আসন সংখ্যার থেকে পাসের সংখ্যা যাতে বেশি না হয়, তা নিশ্চিত করতে হবে। একটি পাস দেখিয়ে একজনই ঢুকতে পারবেন। অনুষ্ঠানস্থলে অ্যাম্বুল্যান্স, চিকিৎসক ও পর্যাপ্ত নিরাপত্তারক্ষী রাখতে হবে।
কলেজ ফেস্ট নিয়ে বিধিনিষেধ
এনআরএস-এর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তনু সেন বলেন, "কে কের মৃত্যু দুঃখজনক। বিশৃঙ্খলার জন্য মৃত্যু হয়নি পোস্টমর্টেমে প্রমাণ মিলেছে। তা সত্ত্বেও রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে। NRS’এও নিয়ম মানা হবে।" সব মিলিয়ে এই প্রেক্ষিতে ফেস্ট নিয়ে বাড়তি সতর্ক মেডিক্যাল কলেজগুলি।