Dengue Death : রাজ্যে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, উদ্বেগ বাড়িয়ে চলতি মাসে গেল ৮ প্রাণ
West Bengal Heath Department : স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে ডেঙ্গি নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এসেছে।
সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা : রাজ্যে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু (Dengue Death)। এম আর বাঙুর হাসপাতালে (M R Bangur Hospital) মৃত্যু বারুইপুরের মহিলার। ডেঙ্গি আক্রান্ত বারুইপুরের বাসিন্দা অনিমা সর্দারের। গতকাল বিদ্যাসাগর হাসপাতাল থেকে রেফার, আজ মৃত্যু হয় এম আর বাঙুর হাসপাতালে। চলতি মাসেই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু। যার মধ্যে একজন কলকাতার ও বাকি ৭ জন আশপাশের এলাকার।
প্রসঙ্গত, স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পরিসংখ্যানে ডেঙ্গি নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। উত্তর ২৪ পরগনার বারাসাত ও আমডাঙায় ক্রমেই বাড়ছে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা। বেশ কিছু ব্লকে ডেঙ্গির আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। বসিরহাট স্বাস্থ্য জেলার বাদুড়িয়াতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে হুগলির শ্রীরামপুর, নদিয়ার রানাঘাটে। চলতি সপ্তাহে নদিয়া জেলায় মোট ২৯৩ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।
উত্তর ২৪ পরগনায় ১৪৩ জন এবং হুগলিতে ৪৩ জন ডেঙ্গিতে আক্রান্ত। নদিয়ার রানাঘাট পুরসভা এলাকার একাধিক অঞ্চলে বাড়ছে ডেঙ্গি। রানাঘাটের একাধিক গ্রাম পঞ্চায়েতের অবস্থাও সুবিধার নয়। ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হাওড়া শহরেও বাড়ছে। জ্বর আক্রান্ত রোগীদের রেফার করে হয়রানি না করার বিরুদ্ধেও সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতা ও সংলগ্ন এলাকায় ডেঙ্গির বাড়াবাড়ি নিয়ে আর্থিক কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, উন্নয়ন ও নগরায়নের কারণেই গ্রামীণ এলাকায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ। জেলায় জেলায় ডেঙ্গি-উদ্বেগের মধ্যেই নতুন তত্ত্ব ফিরহাদ হাকিমের। এদিকে, ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ কলকাতা পুরসভা, অভিযোগ বিজেপির। তিন নম্বর বরোর সামনে বিজেপির বিক্ষোভ।
এদিকে, পশ্চিম বর্ধমানের কালনায় আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ইতিধ্যেই ৩ রোগীর শরীরে ডেঙ্গির সংক্রমণ পাওয়া গেছে। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৬০ জন। পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, বরানগর পুরসভার অভিযান। বরানগরের ১২ নং ওয়ার্ডে একাধিক বাড়িতে মিলল মশার লার্ভা। ছাদে জমা জলে মিলল মশার লার্ভা। বাড়িগুলি চিহ্নিত করে নোটিস বরানগর পুরসভার। সচেতন না হলে পুলিশের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি বরানগর পুরসভার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন