Post Covid Clinic : ভিড় বাড়ছে পোস্ট কোভিড ক্লিনিকে, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের
Covid 19 : চিকিত্সকরা এও বলছেন, এবার করোনা পরবর্তী শারীরিক জটিলতা বাড়তে শুরু করেছে।
ঝিলম করঞ্জাই, কলকাতা : সংক্রমণের চতুর্থ ঢেউয়ে (Fourth Wave) সমস্যা বাড়াচ্ছে করোনা পরবর্তী জটিলতা বা লং কোভিড (Long Covid)। দেখা দিচ্ছে ক্লান্তি, শ্বাসকষ্ট, অবসাদ, মনসংযোগে সমস্যার মতো নানা সমস্যা। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। ভিড় বাড়ছে পোস্ট কোভিড ক্লিনিকে।
বাড়ছে করোনা। হাসপাতালগুলিতে ফের ICU’তে চাপ বাড়ছে। তাহলে কি ভারতে করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ শুরু হয়ে গিয়েছে ? চিকিৎসকদের একাংশের বক্তব্য, অধিকাংশক্ষেত্রেই এবারের সংক্রমণ থেকে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হচ্ছে না।
আরও পড়ুন ; ফের ২০ হাজারের উপরেই দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৯
তবে এরই সঙ্গে চিকিত্সকরা এও বলছেন, এবার করোনা পরবর্তী শারীরিক জটিলতা বাড়তে শুরু করেছে। অর্থাত্, করোনার সংক্রমণ কাটিয়ে ওঠার পর, দেখা দিচ্ছে নতুন শারীরিক সমস্যা। যার জেরে রোগীর অবস্থা কখনও কখনও আশঙ্কাজনকও হয়ে পড়ছে।
কী বলছেন চিকিৎসকরা ?
চিকিৎসক অনির্বাণ দলুই বলেন, হাই রিস্কের রোগী যারা তাদের ক্ষেত্রে রোগটা গুরুতর হতে পারে। লং কোভিডের সমস্যা আরও বাড়ছে। কোভিড ভাইরাস ফুসফুসের মধ্যে দিয়ে শ্বাসনালীতে ঢোকে। তখনই বিভিন্ন অঙ্গের ফেলিওরের সমস্যা দেখতে পাই।
চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, যেখানে প্রতিরোধ করার ক্ষমতা কমছে, সেই জায়গায় রোগ জটিল থেকে জটিলতর হতে পারে। আমাদের সাবধান থাকতে হবে। প্রৌঢ়দের ক্ষেত্রে সাবধান হতে হবে। রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য, করোনা পরবর্তী শারীরিক জটিলতাগুলির মধ্যে বেশি দেখা যাচ্ছে- ক্লান্তি, দীর্ঘদিন ধরে হালকা শ্বাসকষ্ট, মনোসংযোগের সমস্যা, নিদ্রাহীনতা বেড়ে যাওয়া, বুকে ব্যাথা, সিড়ি দিয়ে ওঠানামা করতে গেলে অসুবিধা, গাঁটের ব্যাথা, অবসাদ, মাঝে মাঝে জ্বর আসা, চোখ ও স্নায়ুর সমস্যা ।
এপ্রসঙ্গে স্নায়ুরোগ বিশেষজ্ঞ ঋষিকেশ কুমার বলছেন, কোভিডের পর স্নায়ুরোগের সমস্যা আরও বেড়ে যায়। পারকিনসন্সের সমস্যাও বাড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের পর করোনা পরবর্তী এই শারীরিক জটিলতা নজরে আসে। দ্বিতীয় ঢেউয়ের সময় যা অনেকটাই বেড়ে যায়। তবে করোনার থার্ড ওয়েভে করোনা পরবর্তী এই জটিলতা তেমন দেখা যায়নি। কিন্তু চতুর্থ ঢেউয়ের সময় ফের এই জটিলতাগুলি দেখা যাচ্ছে।
করোনা পরবর্তী শারীরিক এই সমস্যাগুলির সমাধানে বেলেঘাটা আইডি হাসপাতালে শুরু হয়েছিল পোস্ট কোভিড ক্লিনিক। কর্তৃপক্ষের বক্তব্য, সম্প্রতি সেখানে ভিড় ফের বাড়তে শুরু করেছে। বেলেঘাটা আইডি-র অধ্যক্ষ অনিমা হালদার বলেন, আমাদের এখানে পোস্ট কোভিড ক্লিনিক আছে। অনেকে আসছেন। প্রচণ্ড দুর্বলতা থেকে যাচ্ছে। যাদের হার্টের সমস্যা ছিল, তার পর আবার কোভিড হয়েছে। তাতে দেখা যাচ্ছে কিছু সংখ্যক লোক হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে।
সবমিলিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা।