Kolkata News: মুক্তির আগের রাতে পালানোর দুর্বুদ্ধি, ধরা পড়লেন বন্দি, দায়ের হল নতুন অভিযোগ
Kolkata News: গাছ থেকে ঝাঁপিয়ে পড়ে পালাতে উদ্যত হন ওই বন্দি। কিন্তু পরিস্থিতি সহায় হয়নি তাঁর। তাই ঝাঁপ দেওয়ার সময় পায়ে তীব্র চোট পান।
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: রাত পোহালেই ছাড়া পাওয়ার কথা ছিল। কিন্তু কিছুতেই আর তর সইছিল না। তাই জেল ভেঙে (Prison Break) পালানোর চেষ্টা করতে গিয়েছিলেন। কিন্তু রাতভর লম্ফঝম্ফ করে শুধু জেলই মাতালেন। পালানোর চেষ্টা তো বিফল হলই, নতুন করে তাঁর নামে অভিযোগ লেখাল পুলিশ। আপাতত থানা-পুলিশেই কাটছে তাঁর।
শুক্রবার রাতে কলকাতার (Kolkata News) প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) এই কাণ্ড ঘটেছ মধ্য রাতে সেখান থেকে পালানোর চেষ্টা করেন এক বন্দি। সেই মতো ওয়ার্ডের জানলার শিক বেঁকিয়ে বেরিয়ে পড়েন। তার পর প্রথমে ছাদে উঠে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। তা করতে না পেরে ওঠেন গাছে। তাঁকে ধরতে হিমশিম খেয়ে যান জেল কর্মীরা।
প্রায় এক ঘণ্টা ধরে চলে এই লুকোচুরি খেলা। তার পর গাছ থেকে ঝাঁপিয়ে পড়ে পালাতে উদ্যত হন ওই বন্দি। কিন্তু পরিস্থিতি সহায় হয়নি তাঁর। তাই ঝাঁপ দেওয়ার সময় পায়ে তীব্র চোট পান। তাতেই শেষ পর্যন্ত তাঁকে কাবু করতে সক্ষম হন জেলকর্মীরা।
জেল সূত্রে জানা গিয়েছে, ওই বন্দির নাম সুজিত দেবনাথ। চুরির অভিযোগে ধরা পড়ায় গত ২ ফেব্রুয়ারি জেলে ঢোকানো হয় তাঁকে। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর হয়। মুক্তি পাওয়ার কথা ছিল শনিবার। কিন্তু রাতে আচমকা পালানোর ফন্দি আঁটেন তিনি। কিন্তু তা করতে গিয়ে চূড়ান্ত ভাবে বিফল হন তিনি।
জামিন যেহেতু পেয়ে গিয়েছেন, তাই ষনিবারই নির্ধারিত সময়ে সুজিতের মুক্তির বিষয়টি নথিভুক্ত হয়। কিন্তু জেল পালানোর চেষ্টা করায় তাঁর বিরুদ্ধে হেস্টিংস থানায় নতুন করে অভিযোগ দায়ের করেছে পুলিশ। থানার হাতে তাঁকে তুলে দেওয়া হয়েছে। আপাতত থানা-পুলিশ করেই কাটছে তাঁর।