Holi 2023: রঙে রঙে রঙিন শহর, কলকাতার বুকে রাজস্থানের 'হোলি মিলন' উৎসব
Rajasthan Holi Celebration: রাজস্থানের চুরু জেলার সর্দারশহরের বাসিন্দা ওঁরা। কেউ কর্মসূত্রে, তো কেউ পড়াশোনার জন্য বছরের পর বছর কলকাতায় থাকেন।
সৌমিত্র রায়, কলকাতা: কলকাতায় (Kolkata) হোলি (Holi) মিলন উৎসবের আয়োজন করলেন শহরে থাকা রাজস্থানের (Rajasthan) বাসিন্দারা। নাচে-গানে-আবিরের রঙে রঙিন হয়ে উঠল বাসন্তী হাইওয়ের সেহনাই গার্ডেন (Sehani Garden)। প্রায় ৪০ বছর ধরে এই অনুষ্ঠান করে আসছে সর্দারশহর পরিষদ।
কলকাতার বুকে যেন এক টুকরো রাজস্থান। রবিবারের সন্ধেয় রঙিন হয়ে উঠল বাসন্তী হাইওয়েতে অবস্থিত সেহনাই গার্ডেন।সুদূর রাজস্থান থেকে শিল্পীরা এলেন কলকাতায়, হোলি মিলন উৎসবে।
রাজস্থানের চুরু জেলার সর্দারশহরের বাসিন্দা ওঁরা। কেউ কর্মসূত্রে, তো কেউ পড়াশোনার জন্য বছরের পর বছর কলকাতায় থাকেন। বসন্ত এলে এ শহরের বুকে রঙের উৎসবে মেতে ওঠেন ওঁরা। প্রায় ৪০ বছর ধরে এই অনুষ্ঠান করে আসছে সর্দারশহর পরিষদ।
সর্দারশহর পরিষদের দাবি, সেহনাই গার্ডেনের অনুষ্ঠানে প্রায় ২হাজার জন অংশগ্রহণ করেন। নাচ-গান-আবির খেলার পাশাপাশি ছিল ভুরিভোজেরও আয়োজন।
আরও পড়ুন, 'ভেষজ রং' লেখা দেখেই বিশ্বাস নয় ! হতে পারে ত্বক-চোখের বিরাট ক্ষতি,কীভাবে বাঁচবেন
অন্যদিকে, অখিল ভারতীয় ঢনঢন মহোৎসব সমিতির উদ্য়োগে, কীর্তনের আয়োজন। উদ্য়োক্তারা জানিয়েছেন, প্রতিবছরই দোলের আগে এই অনুষ্ঠানের আয়োজন করেন তাঁরা। এবার ঠিকানা ছিল মিলেনিয়াম জেটির বিলাসবহুল ক্রুজ। ছিল খাওয়া-দাওয়ার বিশেষ আয়োজন। এই প্রথমবার নয়, ২০১৩ থেকে দোলের আগে প্রতিবছরই এই অনুষ্ঠান পালন করা হয়।
কখনও বেনারস (Benaras), বৃন্দাবন (), দ্বারকা, পুরী। কখনও আবার কাঠমাণ্ডু, কেদারনাথ, গঙ্গাসাগর। এবার ঠিকানা ছিল মিলেনিয়াম জেটির বিলাসবহুল ক্রুজ। কীর্তনের পর ক্রুজটি হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু হয়ে ফের মিলেনিয়াম জেটিতে পৌঁছয়। ছিল খাওয়া-দাওয়ার বিশেষ আয়োজনও।