Presidency University : তৃণমূল ছাত্র পরিষদের 'মার', লালবাজারে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI সদস্যদের অভিযোগ
কলেজ স্ট্রিটে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মারধরের অভিযোগ অস্বীকার TMCP-র।
উজ্জ্বল মুখোপাধ্যায়, আবির দত্ত : এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই ( SFI ) সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের (TMCP ) সদস্যদের বিরুদ্ধে। এ নিয়ে লালবাজারের দ্বারস্থ এসএফআই। কলেজ স্ট্রিটে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মারধরের অভিযোগ অস্বীকার TMCP-র।
পোস্টার ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ( Presidency University ) উত্তেজনার রেশ কাটার আগেই রাতে SFI সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। SFI-এর দেওয়া ভিডিও-তে ধরা পড়েছে হামলার ঘটনা। SFI-এর দাবি, অভিযোগ জানানো হয়েছে লালবাজারে।
' বিষয়টি জানা নেই, উল্টে আমাদের সদস্যদেরই বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারধর করা হয়েছে ', পাল্টা অভিযোগ TMCP-র। প্রতিবাদে, শনিবার দুপুরে কলেজস্ট্রিটে মিছিল করে SFI। সেই মিছিলেও উত্তেজনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে ছিলেন, TMCP-র একদল সদস্য। SFI’এর মিছিল সেখানে পৌঁছতেই শুরু হয় স্লোগান। পাল্টা স্লোগান দুপক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। এদিকে, TMCP’র পাল্টা অভিযোগ, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্টার ছেঁড়া হয়। TMCP সমর্থকদের SFI’এর সদস্যরা মারধর করে বলেও দাবি।
এদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে, কলেজ স্ট্রিট ঘুরে, আবার ইউনিভার্সিটির সামনেই শেষ হয় SFI’এর মিছিল। যার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে বইপাড়া।
প্রেক্ষাপট
শুক্রবার, পোস্টার ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়ায়। গেটের বাইরে TMCP, ভিতরে SFI, IC-র স্লোগান। পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি। ৩ ঘণ্টা পর স্বাভাবিক হয় ক্যাম্পাস। এদিন, পোস্টার ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় প্রেসিডেন্সিতে, মুখোমুখি হয় SFI-TMCP। বন্ধ গেট টপকে ভিতরে ঢোকেন এক প্রাক্তনী। ' সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছেঁড়া হয়েছে, বৃহস্পতিবার মারধর করা হয় TMCP সমর্থকদের। ' এই জোড়া অভিযোগে শুক্রবার দুপুর দেড়টা নাগাদ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেন গেট আটকে প্রতিবাদে সরব হয় TMCP। অন্যদিকে, SFI ও IC-র পাল্টা অভিযোগ, গত ১ অগাস্ট TMCP একটি পোস্টার পুড়িয়ে দেয়। বৃহস্পতিবার রাতে মারধর করা হয় তাদের সমর্থক পড়ুয়াদের। প্রতিবাদে এদিন একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ভিতের মিছিল শুরু করে SFI ও IC। এই অশান্তির রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত প্রেসিডেন্সি।