Molestation: ভরদুপুরে কলকাতা রেলস্টেশনের কাছে মহিলাকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ
‘বৃহস্পতিবার উল্টোডাঙা মহিলা থানায় গেলে অভিযোগ না নিয়ে মহিলার হাতে হাজার টাকা হাতে দিয়ে ফিরিয়ে দেয় পুলিশ। সোশাল মিডিয়ায় গোটা বিষয়টি পোস্ট করেন নির্যাতিতার পরিচিতরা'
হিন্দোল দে, কলকাতা: ভরদুপুরে খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ। কলকাতা রেলস্টেশনের (Kolkata Rail Station) কাছে মহিলাকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে মহিলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। উল্টোডাঙা মহিলা থানা প্রথমে অভিযোগ নিতে চায়নি বলেও অভিযোগ উঠেছে।
‘মঙ্গলবারের ঘটনার পর অসুস্থ হয়ে বাড়িতে ছিলেন মহিলা। বৃহস্পতিবার উল্টোডাঙা মহিলা থানায় গেলে অভিযোগ না নিয়ে মহিলার হাতে হাজার টাকা হাতে দিয়ে ফিরিয়ে দেয় পুলিশ। সোশাল মিডিয়ায় গোটা বিষয়টি পোস্ট করেন নির্যাতিতার পরিচিতরা। এর পরই ধর্ষণের অভিযোগ নেয় উল্টোডাঙা থানার পুলিশ। ঘটনাস্থল সরেজমিনে যান কলকাতার ডিসি ইএসডি। নির্যাতিতাকে টাকা হাতে দিয়ে ফেরানোর অভিযোগ অস্বীকার পুলিশের। গোটা ঘটনার তদন্ত চলছে, জানিয়েছে উল্টোডাঙা থানা (Ultadanga Police Station)।
ট্রেনে শ্লীলতাহানি: কিছুদিন আগে বাড়ি ফেরার পথে ট্রেনে তথ্যপ্রযুক্তি কর্মীর শ্লীলতাহানির (Molestation) অভিযোগ ওঠে । নাইট শিফটের পর ভোরবেলা বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, সেক্টর ফাইভ থেকে উল্টোডাঙা (Ultadanga) থেকে ব্যারাকপুরগামী (Baracpore) ট্রেনে ওঠেন তরুণী। উল্টোডাঙা ও দমদম স্টেশনের মাঝে ট্রেনটি দাঁড়ানোর সময় উঠে আসে অভিযুক্ত। অভিযোগ, লেডিস কম্পার্টমেন্টে উঠে আসে ওই ব্যক্তি।
তরুণীর শ্লীলতাহানির পর মারধরের অভিযোগ উঠেছে। তরুণীর অভিযোগ, মোবাইল ছিনতাই করার চেষ্টা করে অভিযুক্ত। এরপর ট্রেনের মধ্যেই আতঙ্কে চিৎকার করতে শুরু করেন তরুণী। তরুণীর চিৎকার শুনে এগিয়ে আসেন একজন মহিলা। মহিলা আসতেই ট্রেন থেকে নেমে পালায় অভিযুক্ত। পরে দমদম স্টেশনের দিকে রওনা হয় ট্রেন। সোশাল মিডিয়া মারফত পুলিশের কাছে অভিযোগ দায়ের। গতকাল ভোরবেলার ঘটনায় এখনও আতঙ্কে তথ্যপ্রযুক্তি কর্মী। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।
আরও পড়ুন: Nadia News: চাকরির জন্য টাকা নিয়ে প্রতারণা! এবার কাঠগড়ায় তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান