Kolkata Lady Murder : খুনের আগের রাতে বৃদ্ধার ফ্ল্যাটেই লুকিয়ে ছিল আততায়ী ! থিয়েটার রোডে বৃদ্ধা খুনে হাড়হিম করা তথ্য
Kolkata Theatre road Elderly Lady Murder : চৌধুরী পরিবারের প্রাক্তন গাড়িচালক দুধকুমার ঢলের দিকে সন্দেহ ছিল পুলিশের। অতীতে ওই ব্যক্তির বিরুদ্ধে ফ্ল্যাট থেকে লক্ষাধিক টাকার সামগ্রী হাতানোর অভিযোগ ছিল
সন্দীপ সরকার , কলকাতা: থিয়েটার রোডে অভিজাত আবাসনে অবসরপ্রাপ্ত শিক্ষিকা খুনে চাঞ্চল্যকর তথ্য। খুনের আগের রাতে বৃদ্ধার ফ্ল্যাটেই লুকিয়ে ছিল আততায়ী। সকলের ঘুমোনোর সুযোগে বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুনের পর, টাকা গয়না হাতিয়ে চম্পট দেয়। এমনই দাবি নিহত রেণুকা চৌধুরীর পরিবারের।
৯১ বছরের বৃদ্ধাকে খুনের অভিযোগে গতকাল হুগলির ডানকুনি থেকে প্রাক্তন গাড়িচালক দুধকুমার ঢলকে গ্রেফতার করে পুলিশ। মৃতের পরিবারের দাবি, ২০১৬ থেকে ২০১৮, ২ বছর রেণুকা চৌধুরীর পরিবারে গাড়িচালকের কাজ করে দুধকুমার। সেইসময় বৃদ্ধার টাকা ও গয়না চুরির অভিযোগে তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। ফেরত মেলেনি খোয়া যাওয়া সামগ্রীও।
Theater Road Murder: থিয়েটার রোডে বহুতলে বৃদ্ধা খুন, ডানকুনি থেকে গ্রেফতার ১। Bangla News
মৃতের পরিবারের দাবি, এরপরেও একাধিকবার কাজ চাইতে আসে ওই গাড়িচালক। প্রতিবারই ফিরিয়ে দেওয়া হয়। ২ বছর পর, রবিবার হঠাৎই ফ্ল্যাটে হাজির হয় প্রাক্তন গাড়িচালক। বৃদ্ধাই তাকে ডেকেছেন বলে সোমবার সন্ধে ৭টা নাগাদ ফের ফ্ল্যাটে যায় দুধকুমার। মৃতের পরিবারের দাবি, খুনের আগে রাতে ফ্ল্যাটেই লুকিয়ে ছিল ওই গাড়িচালক। শুধুই লুঠের উদ্দেশ্য? না কি, এর সঙ্গে জুড়েছিল পুরনো আক্রোশও? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
মঙ্গলবার থিয়েটার রোডের এক বহুতলে ৯১ বছরের বৃদ্ধার রহস্যমৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা যায়, সেদিন সকালে ছাদে ব্যাডমিন্টন খেলছিলেন বৃদ্ধার ছেলে। তিনি সকাল সাড়ে ৭টায় নীচে নেমে দেখেন, বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উপুড় হয়ে পড়ে রয়েছে বেড রুমে। মুখে-নাকে রক্ত লেগে ছিল। বৃদ্ধার ছেলেই খবর দেন পুলিশকে। ঘটনাস্থলে শেক্সপিয়র সরণি থানার পুলিশ, লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররা যান। ঘটনাস্থলে পৌঁছোন জয়েন্ট সিপি ক্রাইম ছাড়াও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
চৌধুরী পরিবারের প্রাক্তন গাড়িচালক দুধকুমার ঢলের দিকে সন্দেহ বাড়ছিল পুলিশের। কারণ, অতীতে ওই ব্যক্তির বিরুদ্ধে ফ্ল্যাট থেকে লক্ষাধিক টাকার সামগ্রী হাতানোর অভিযোগ উঠেছিল। বৃদ্ধা খুনের পরে আবাসনের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, রবিবার এবং সোমবার - পরপর দু’দিন চৌধুরীদের ফ্ল্যাটে আসেন দুধকুমার ঢল। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে দুধকুমারকে ট্র্যাক করতে শুরু করে পুলিশ। যদিও ওই ব্যক্তির মোবাইল ফোন সুইচড অফ ছিল। শেষপর্যন্ত বিভিন্ন সূত্র মারফৎ পুলিশ জানতে পারে দুধকুমার ঢল হুগলির ডানকুনিতে আছেন। মঙ্গলবার সন্ধেয় তাঁকে সেখান থেকে গ্রেফতার করে পুলিশ।