Kolkata News: ঘুমাচ্ছিলেন বৃদ্ধ দম্পতি, জানালার গ্রিল কেটে ঢুকে কোটি টাকার গয়না-ক্যাশ লুঠ; দুঃসাহসিক চুরি উল্টোডাঙায় !
Theft News: সকালে উঠে ঘরের তছনছ অবস্থা দেখতে পান বৃদ্ধ দম্পতি। লুঠের আগে ঘুমের ওষুধ স্প্রে করা হয়েছিল বলে সন্দেহ প্রকাশ করেছে পরিবার।

কলকাতা : উল্টোডাঙা থানার মাত্র ৩০০ মিটার দূরে দুঃসাহসিক চুরি! গৃহস্থের বাড়ির জানালার গ্রিল কেটে কোটি টাকার গয়না নিয়ে পালাল দুষ্কৃতীরা। নগদ টাকা ও গয়না মিলিয়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকার সামগ্রী খোয়া গেছে বলে দাবি করেছে পরিবার।
সকালে উঠে ঘরের তছনছ অবস্থা দেখতে পান বৃদ্ধ দম্পতি। লুঠের আগে ঘুমের ওষুধ স্প্রে করা হয়েছিল বলে সন্দেহ প্রকাশ করেছে পরিবার। বড় রাস্তার উপরে কী ছিল না পুলিশি টহল ? জানালার গ্রিল কেটে ঢুকে দীর্ঘ সময় ধরে ডাকাতরা লুঠপাট চালানোর সাহস পেল কী করে ? এলাকার নিরাপত্তা ব্যবস্থা কোথায় ? এসব প্রশ্ন উঠছে।
এরকম একটা ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে এলাকা। কারণ, ফ্ল্যাটে তালাবন্ধ ছিল না। ফ্ল্যাটের লোকজন বাড়িতেই ঘুমাচ্ছিলেন। উল্টোডাঙা স্টেশনের পাশে মেন রাস্তার ধারে বাড়ি। তা সত্ত্বেও দুষ্কৃতীরা এসে জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢোকে। এরপর একটি ঘরে গিয়ে সেখানে থাকা আলমারিতে থাকা সমস্ত গয়না ও জিনিসপত্র অন্য একটি রুমে নিয়ে গিয়ে বেছে বেছে সময় নিয়ে লুঠ করে। তার মধ্যে সোনা ও হিরের গয়না ছিল। প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকার গয়না-জিনিসপত্র লুঠ হয়েছে বলে দাবি।
ওই পরিবাবের ছেলে বলেন, "আমার বাবা হার্টের রোগী। মা ডায়াবেটিক। কোনও দিন ঘুমায় না। ওইদিন কী হয়েছে ...দুজনেই সকাল অবধি ঘুমাচ্ছিল। সকালে মা সাড়ে ৬টার সময় ওঠে। দেখে সব খোলা। গ্রিল ভাঙা। এখন অবধি ১ কোটি ২৫ লক্ষ টাকা খোয়া গেছে বলে গুনেছি।" কাঁদতে কাঁদতে পরিবারের সদস্যা বলেন, "সারা রাত ঘুম হয় না। কোনওদিন ঘুম হয় না। কাল কী হয়েছে না হয়েছে জানি না, ঘুমই ভাঙেনি। পুরো খালি করে দিয়েছে। একটাও জিনিস ছাড়েনি। ক্যাশ ছিল, গয়না ছিল...একটাও জিনিস ছাড়েনি।"
দিনকয়েক আগে ছদ্মবেশ ধারণ এবং চুরির অভিযোগে, প্রগতি ময়দান থানার একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কসবা থানা। প্রথমে থানার এক কনস্টেবলের ইউনিফর্ম চুরি, তারপর সেই পোশাক পরে কসবা এলাকায় গিয়ে দুর্ব্যবহারের অভিযোগ। আর এই অভিযোগে গ্রেফতার করা হয় এক সিভিককে। দুর্ব্যবহারের অভিযোগ জানিয়ে পুলিশে ফোন করে এলাকাবাসী। রাতে ১০০ ডায়াল করে একজন ফোন করেন। তিনি অভিযোগ করেন, নীরজ সিংহ নামে এক সিভিক ভলান্টিয়ার কনস্টেবলের পোশাক পরে খারাপ ব্যবহার করছে। কসবা থানার পুলিশ এসে গ্রেফতার করে নীরজ সিংহকে।






















