Kolkata Weather Update ; এক রাতেই ২ ডিগ্রির বেশি তাপমাত্রা বাড়ল কলকাতায়
এক রাতেই ২ ডিগ্রির বেশি তাপমাত্রা বাড়লঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবকলকাতায় আংশিক মেঘলা আকাশ
সঞ্চয়ন মিত্র, কলকাতা : তাপমাত্রা অনেকটা নেমেছিল। কিন্তু এক রাতেই ২ ডিগ্রির বেশি তাপমাত্রা বাড়ল কলকাতায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৪৮ ঘন্টা এরকমই থাকবে তাপমাত্রা। পরবর্তী দুদিনে আরো বাড়তে পারে তাপমাত্রা।
আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়বে
পূর্ব ভারতের সব রাজ্যেই আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়বে। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে জলীয় বাষ্পে ঢুকছে। আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশ এর ফলেই রাতের তাপমাত্রা বাড়ছে। মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই।
দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে
কলকাতায় আংশিক মেঘলা আকাশ । দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। আংশিক মেঘলা আকাশ বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি উপরে গতকাল এই তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন :
দিল্লির সঙ্গে পাল্লা, ভীষণই উদ্বেগের কলকাতার বায়ু দূষণের মাত্রা ! আঁতকে ওঠা পরিসংখ্যান
মান্দাসের কী প্রভাব
ঘূর্ণিঝড় মান্দাস সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে গতকাল রাত দেড়টা নাগাদ তামিলনাড়ুর মহাবলিপুরমের কাছে স্থলভাগে প্রবেশ করতে শুরু করে। তামিলনাড়ুর শ্রীহরিকোটা ও পন্ডিচেরির মাঝামাঝি মহাবলীপুরম দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করে। ক্রমশ শক্তি হারিয়ে বিকেলের দিকে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে।
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
10-Dec | 16.0 | 28.0 | Partly cloudy sky | |
11-Dec | 16.0 | 28.0 | Partly cloudy sky | |
12-Dec | 17.0 | 28.0 | Mainly Clear sky | |
13-Dec | 18.0 | 28.0 | Mainly Clear sky | |
14-Dec | 18.0 | 29.0 | Mainly Clear sky | |
15-Dec | 18.0 | 29.0 | Mainly Clear sky | |
16-Dec | 18.0 | 29.0 | Mainly Clear sky |