Youth Death: রাতে বেরিয়ে যুবকের রহস্যমৃত্যু, টালা ব্রিজের কাছ থেকে উদ্ধার রক্তাক্ত দেহ
বছরের শুরুতেই একাধিক অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। একদিকে যুবকের মৃত্যুর পাশাপাশি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও গোষ্ঠীসংঘর্ষ বাঁধল।
কলকাতা: বর্ষবরণের রাতে বন্ধুদের সঙ্গে বেরিয়ে চিৎপুরের (Chitpur) যুবকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। টালা ব্রিজের (Tala Bridge) কাছ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় যুবকের দেহ। এরপর ওই অবস্থায় আর জি করে (RG Kar Hospital) নিয়ে গেলে যুবককে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। বচসার জেরে খুন বলে পরিবারের অনুমান। বন্ধুদের বিরুদ্ধে যুবককে খুনের অভিযোগও দায়ের করেছে মৃতের পরিবার। যদিও কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিচিত এবং বন্ধু-বান্ধবদেরও।
বছরের শুরুতেই একাধিক অশান্তির খবর: বছরের শুরুতেই একাধিক অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও গোষ্ঠীসংঘর্ষ বাধল। এদিনও তৃণমূলের (TMC) প্রতিষ্ঠা দিবসেও পিছু ছাড়ল না গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা। এলাকা দখলকে কেন্দ্র করে চারু মার্কেট (Charu Market Police Station) থানা এলাকার টালিগঞ্জ ফাঁড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠল। দলের পতাকা লাগানো ঘিরে হওয়া হাতাহাতির ঘটনায় আহত হয়েছেন সঞ্জয় সাউ নামে এক তৃণমূল কর্মী। একে অপরের বিরুদ্ধে দলীয় পতাকা খুলে দেওয়া ও মারধরের অভিযোগ করেছে দুই পক্ষই। এর জেরে রবিবার রাত থেকে উত্তপ্ত চারু মার্কেট থানা এলাকার ৮৯ নম্বর ওয়ার্ড ।
অন্যদিতে বর্ষবরণের রাতে শেক্সপিয়র সরণিতে ক্যামাক স্ট্রিট ও এজেসি বোস রোডের ক্রসিংয়ে পানশালায় মারধরের অভিযোগ উঠেছে। আসনে বসা নিয়ে আপত্তি, পরে বচসা-হাতাহাতি বেঁধে যায়। মারধরে আহত হন ২ জন, গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।
বর্ষবরণের রাতে কলকাতায় মোট গ্রেফতার ৪৫৭ জন ।বিনা হেলমেটে বাইক চালানো, মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ১৫৭০টি মামলা দায়ের পুলিশের
শহরজুড়ে নিরাপত্তা: বড়দিন এবং বছর শেষের উত্সব উপলক্ষ্যে আগে থেকেই শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছিল। যাতে কোনওভাবেই কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই মতই নজরদারি চালিয়েছিল কলকাতা পুলিশ। আর এবার শহরে বর্ষবরণের রাতে ট্রাফিকবিধি লঙ্ঘনে মোট ৪৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Kolkata Police)।
বর্ষবরণের রাতে বেপরোয়া সফর শহরে: ট্রাফিকবিধি লঙ্ঘনে মোট ১ হাজার ৫৭০ টি মামলা কলকাতা পুলিশের তরফে দায়ের হয়েছে। এর মধ্যে বিনা হেলমেটে বাইক চালানোর অভিযোগ রয়েছে ৫৫৭ টি। ফাঁকা রাস্তা পেয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য ৩১১ টি অভিযোগ জমা পড়েছে। মদ্যপান করে বেপরোয়া গাড়ি চালানোর জন্য ২৮৭ টি এবং অন্যান্য আইন লঙ্ঘন করার জন্য ১৯৯ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
ব্যবস্থা শক্তিশালী করা হয়েছিল। যাতে কোনওভাবেই কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই মতই নজরদারি চালিয়েছিল কলকাতা পুলিশ। আর এবার শহরে বর্ষবরণের রাতে ট্রাফিকবিধি লঙ্ঘনে মোট ৪৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Kolkata Police)।