SSC Recruitment Case: নিয়োগ দুর্নীতির গোটা দায় জেলবন্দি পার্থর ঘাড়েই ঠেললেন কুণাল
Kunal Attacks Partha: নিয়োগ দুর্নীতির গোটা দায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়েই ঠেললেন কুণাল, কী বললেন তৃণমূল নেতা ?
কলকাতা: আজ এসএসসির নিয়োগ দুর্নীতিতে আজ প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করল হাইকোর্ট। নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) গোটা দায় জেলবন্দি পার্থর ঘাড়েই ঠেললেন কুণাল (Kunal Ghosh)।
নিয়োগ দুর্নীতির গোটা দায় জেলবন্দি পার্থর ঘাড়েই ঠেললেন কুণাল
'পার্থ চট্টোপাধ্যায় অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে রায় নিয়ে কোনও আপত্তি নেই। রাজ্য সরকার এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে। যাঁরা দুর্নীতি করেছেন, তাঁরা ক্ষমাহীন অপরাধ করেছেন', মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। অপরদিকে, এদিন নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে কুণাল ঘোষ বলেন,' শিক্ষক চাকরি মামলা, যেখানে ভুল, অন্যায়, ব্যবস্থা হোক, দোষীরা শাস্তি পাক। কিন্তু যোগ্য প্রার্থীদের চাকরি যেন বাধা না পায়। এদের স্বার্থে যা চেষ্টা দরকার সরকার করেছে। এদের অবিলম্বে চাকরি দরকার। আশা করি আদালতের রায়ে এই চাকরির জট খুলতে সরকারের চেষ্টা মান্যতা পাবে।'
বিজেপির বিচারালয় বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়
এসএসসির নিয়োগ দুর্নীতিতে আজ ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করল হাইকোর্ট। প্রয়োজনে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে CBI, নির্দেশ কলকাতা হাইকোর্টের। এই রায় বেরনোর পরই, সরাসরি বিচারব্য়বস্থাকে আক্রমণ করেন মুখ্য়মন্ত্রী। বিজেপির বিচারালয় বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তাঁকে নিশানা করেছেন বিরোধীরা। মমতা বলেন, 'বলুন আপনারা যাঁরা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা, সারা জীবন আপনারা যাঁরা চাকরি করেছেন, তাঁদের টাকা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? ' প্রশ্ন ছোড়েন তৃণমূল সুপ্রিমো।
'এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ'
এদিন তিনি আরও বলেন,' সবটাই তো সরকারি টাকায় চলেন। সরকারি গাড়িতে চড়েন, সরকারি নিরাপত্তায় চলেন, মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি, মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু, হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি, আপনারা আপনাদের আইনের খোঁচায়, এই অর্ডারটা বেআইনি অর্ডার। আজ নয় দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তাঁরা বিজেপির পার্টি অফিস থেকে যা বলে দায়, সেই ড্রাফটা তাঁরা করে দেয়।'
আরও পড়ুন, বিমান বসুর সঙ্গে দেখা করলেন বিজেপি প্রার্থী তাপস রায়, বললেন..
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।