Kunal Ghosh on SSC: প্রশ্ন থাকলে পার্থদা হয়তো ডিটেলটা বলতে পারবেন, SSC দুর্নীতি ইস্যুতে বললেন কুণাল
Kunal Ghosh on SSC: 'পার্থদা একদিক থেকে তৎকালীন শিক্ষামন্ত্রী ও অন্যদিকে দলের মুখ্যসচিব। ফলে ওঁর কাছে গেলে সবটা বিস্তারিত বলতে পারবেন।'
কলকাতা: এসএসসি (SSC) দুর্নীতি মামলায় উত্তাল রাজ্য রাজনীতি। এমন পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) মন্তব্য সাড়া ফেলেছে।
এসএসসি দুর্নীতি মামলায় কী প্রতিক্রিয় কুণাল ঘোষের?
কুণাল ঘোষ এদিন এসএসসি দুর্নীতি মামলা নিয়ে বলেন, 'যে সমস্ত অভিযোগ উঠে আসছে, সেই সমস্ত কেলেঙ্কারি ব্রাত্য বসুর জমানায় হয়নি। পার্থ চট্টোপাধ্যায় দলের মহাসচিব। তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন। যদি কারও কোনও প্রশ্ন থাকে তাহলে পার্থদাকে বলুন।'
সাংবাদিক বৈঠকে এদিন তৃণমূলের মুখপাত্র বলেন, 'শিক্ষানীতির বিষয়ে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী একটা চিন্তাভাবনা করছেন। তবে এখন যে কেলেঙ্কারির ঘটনাগুলো সামনে আসছে সেগুলো ব্রাত্য বসুর জমানায় হয়নি।'
এরপর তাঁকে সাংবাদিকেরা প্রশ্ন করেন যে সেই সময় তো পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন, তাহলে কি সেই দিকেই ইঙ্গিত করছেন কুণাল ঘোষ? তার উত্তরে কুণাল ঘোষ বলেন, 'আমি বলেছি আমি বলতে পারব না কিছুই। যে বিষয়টা আমি জানি না সেটা নিয়ে আমি কিছু বলতে পারব না। যেহেতু এটা দলের নয়, প্রশাসনিক বিষয় তাই আমি বিশেষ কিছু বলতে পারব না। পার্থদা একদিক থেকে তৎকালীন শিক্ষামন্ত্রী ও অন্যদিকে দলের মুখ্যসচিব। ফলে ওঁর কাছে গেলে সবটা বিস্তারিত বলতে পারবেন।'
আরও পড়ুন: HS Exam Suggestion 2022 : এবার উচ্চমাধ্যমিকে অর্থনীতিতে ভাল নম্বর তুলতে শেষ মুহূর্তের অব্যর্থ টিপস
নবম-দশম শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের
এসএসসি-র (SSC) নবম-দশমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে গেল বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। মামলা বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে যাওয়ার সম্ভাবনা। এসএসসি-র নবম-দশমে শিক্ষক নিয়োগ (SSC Recruitment Scam) সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলা ওঠার সম্ভাবনা।