Kunal Ghosh : 'ব্যাগ গুছিয়ে রাখুন, সুন্দরবন বা কোচবিহারে পাঠাব' কাকে হুমকি কুণালের?
Kunal Ghosh Threat : 'সুন্দরবনের বাঘ পাহারা দিতে প্রস্তুত থাকুন', হুঁশিয়ারি কুণালের
কলকাতা : বৃহস্পতিবারই পুলিশের একাংশকে নিশানা করেন খোদ পুলিশমন্ত্রী। হুঁশিয়ারি দিয়ে বলেন, 'পুলিশের একাংশ টাকা খেয়ে চুরি করবে, এটা বরদাস্ত করব না' । তারপর শুক্রবারই হুমকির সুর কুণাল ঘোষের গলায়। একেবারে তল্পিতল্পা গুছিয়ে বদলি করে দেওয়ার হুঁশিয়ারি।
সাম্প্রতিক কালে পুলিশের ভূমিকায় নিয়ে প্রশ্ন তুলেছেন দলের একাধিক হেভিওয়েট নেতা। আর তারপর এবার সোজাসুজি মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল হুঁশিয়ারি। বললেন, 'পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি-কয়লা-সিমেন্ট চুরিতে সাহায্য করছে। আর চুরি হলে বলবে তৃণমূল কংগ্রেস কয়লা চুরি করছে। পুলিশের একাংশ টাকা খেয়ে চুরি করবে, এটা বরদাস্ত করব না' । মুখ্যমন্ত্রী আরও বলেন, 'যদি কোনও রাজনৈতিক দলের লোকও টাকা খায়, তার কলার চেপে ধরো। CID-র খোলনলচে সম্পূর্ণ ভাবে পাল্টে দেব। অভিযোগ সত্যি হলে পদক্ষেপ করতে হবে' পুলিশকে সতর্ক করেন পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তারপরদিনই সাসপেন্ড করা হয় আসানসোলের বারাবনি থানার OC মনোরঞ্জন মণ্ডল। ওই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অপেশাদার মনোভাব ও কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে।
এই আবহেই শাণিত বাক্যবাণ নিক্ষেপ করলেন কুণাল ঘোষ। তাঁর গলায় সেই সব পুলিশকর্মীদের বিরুদ্ধে হুমকির সুর, যারা নাকি সরকার ও সরকারি দলে অন্তর্ঘাত করছে ! এদিন নন্দীগ্রামের মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে কুণাল বলেন, 'সিপিএম বা অন্য রাজনীতি বুকে নিয়ে যারা পুলিশে রয়েছেন, তাঁদের চিহ্নিত করুন। এরা সুযোগ পেলেই সরকার ও সরকারি দলকে অন্তর্ঘাত করছে। ২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায় ২৫০ আসন নিয়ে ক্ষমতায় আসবেন। ব্যাগ গুছিয়ে রাখুন, সুন্দরবন বা কোচবিহারে পাঠাব। সুন্দরবনের বাঘ পাহারা দিতে প্রস্তুত থাকুন' । শুক্রবার নন্দীগ্রামে তৃণমূলের উপর হামলার অভিযোগে প্রতিবাদ সভা ছিল। সেখান থেকেই এমন চাঁচাছোলা হুঁশিয়ারি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।
নবান্নে পুলিশের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেন, টাকা নিয়ে কয়লা, বালিপাচারের মতো বেআইনি কারবারে সাহায্য করছে পুলিশের নিচুতলার একাংশ। স্বয়ং মুখ্যমন্ত্রী এই অভিযোগ তোলার পর প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়। সাসপেন্ড করা হয় বারাবনি থানার OC মনোরঞ্জন মণ্ডলকে। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরীর সই করা নির্দেশনামায় ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুরও উল্লেখ রয়েছে। সম্প্রতি ভাইরাল ভিডিয়োয় বারাবনি থানায় তৃণমূলের ব্লক সভাপতির জন্মদিনে তাঁকে কেক খাওয়াতে দেখা যায় OC-কে।
আরও পড়ুন :
শীতের মুখে ফের সাইক্লোনে উথালপাথাল বাংলা? কোন পথে এগোতে পারে ঘূর্ণিঝড় ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।