Kunal Ghosh : 'ডিসেম্বরে বিয়ের তারিখ ছাড়া তাৎপর্যপূর্ণ কিছু নেই, ২ জানুয়ারি আছে' জল্পনা বাড়ালেন কুণাল
TMC : শুভেন্দু অধিকারীর ১২, ১৪ এবং ২১ ডিসেম্বরের পাল্টা ২ জানুয়ারি নিয়ে নতুন ধোঁয়াশা তৈরি করেছেন কুণাল ঘোষ।
কলকাতা : ডিসেম্বরে বিয়ের তারিখ ছাড়া এমন কোনও তারিখ নেই, যাকে তাৎপর্যপূর্ণ বলা যায়। কিন্তু, ২ জানুয়ারি গুরুত্বপূর্ণ। রাজ্য-রাজনীতিতে ডিসেম্বর-সংঘাতের পাল্টা এবার জানুয়ারি ! কুণাল ঘোষের (Kunal Ghosh) এই ইঙ্গিতপূর্ণ ট্যুইট ঘিরে দানা বেধেছে জল্পনা। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
ডিসেম্বর-সাসপেন্সের মাঝেই জানুয়ারি-তরজা
বঙ্গ রাজনীতিতেও এখন তারিখ নিয়েই যত তরজা। এতদিন রহস্য ছিল ডিসেম্বর নিয়ে। এবার লড়াই আরও জমিয়ে ডিসেম্বরের পাল্টা হিসেবে ময়দানে চলে এল জানুয়ারি। সৌজন্যে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের ট্যুইট। যেখানে শুভেন্দু অধিকারীর ১২, ১৪ এবং ২১ ডিসেম্বরের পাল্টা ২ জানুয়ারি নিয়ে নতুন ধোঁয়াশা তৈরি করেছেন তিনি।
কুণালের ট্যুইট-জল্পনা
সেই অগাস্ট মাস থেকে ডিসেম্বর-রহস্য বাড়িয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। দুদিন আগে আবার ডিসেম্বরের তিনটে তারিখও বলে দেন তিনি। শুভেন্দু বলেন, 'ডিসেম্বরের ১২, ১৪, ২১ এই তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ।' এরপরই শনিবার একটি ট্যুইট করে কুণাল ঘোষ বলেন, একজন শিক্ষানবিশ জ্যোতিষির দেওয়া কয়েকটা তারিখ দেখে, আমিও একটা তারিখ এবং সময় দিচ্ছি। এটা আমি একজন নাম করা জ্যোতিষীর কাছ থেকে পেয়েছি। তিনি বলেছেন, ডিসেম্বরে বিয়ের তারিখ ছাড়া এমন কোনও তারিখ নেই, যাকে তাৎপর্যপূর্ণ বলা যায়। কিন্তু ২ জানুয়ারি গুরুত্বপূর্ণ। দুপুর ১২টা।
After watching some dates given by a trainee astrologer, now I am giving a date & time. And this I got from an eminent astrologer. He told that there is no date in December, which can be identified as significant, except marriage dates. But 2nd Jan is Imp.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) December 10, 2022
02.01.2023.
12 noon.
যদিও কুণাল ঘোষের এই নতুন কৌশলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। গত অগাস্ট মাস থেকেই ডিসেম্বর নিয়ে রহস্য বাড়িয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। ডিসেম্বরের শুরুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সভা থেকেও এনিয়ে মুখ খোলেন তিনি। পাল্টা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার আবার জানুয়ারিতে নতুন তারিখ দিয়ে এই সাসপেন্সে নতুন মাত্রা যোগ করলেন কুণাল ঘোষ
আরও পড়ুন- ‘ডিএ আপনাকে দিতে হবে, ২৩ হাজার কোটি টাকা একমাসে দিতে হবে’ আক্রমণ শুভেন্দুর