Amherst Street: আমহার্স্ট স্ট্রিট থানায় পিটিয়ে খুন, সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করল লালবাজার
Amherst street Case: ওই দিন থানায় যে সমস্ত পুলিশ কর্মীরা এবং অন্যান্যরা হাজির ছিলেন, তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে আজই তথ্য সংগ্রহ করবে লালবাজারের হোমিসাইড শাখা।
কলকাতা: আমহার্স্ট স্ট্রিট থানায় (Amherst Street Police Station) পিটিয়ে খুনের অভিযোগের তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করল লালবাজারের (Laalbazar) সাইবার থানা। গতকাল এই ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেয় হাইকোর্ট। এরপরই ডিসি সাইবারের উপস্থিতিতে আমহার্স্ট স্ট্রিট থানার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। এ ছাড়া, ওই দিন থানায় যে সমস্ত পুলিশ কর্মীরা হাজির ছিলেন এবং অন্যান্য যাঁরা ছিলেন, তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে আজই তথ্য সংগ্রহ করবে লালবাজারের হোমিসাইড শাখা।
আমহার্স্ট স্ট্রিট থানায় পিটিয়ে খুনের অভিযোগের মামলায় দ্বিতীয় ময়নাতদন্তের প্রয়োজন নেই, জানিয়ে দিল হাইকোর্ট। দেহে কোনও আঘাতের চিহ্ন থাকলে দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, আঘাতের কোনও চিহ্ন নেই। ব্রেন হেমারেজের কারণে মৃত্যু বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখনও পর্যন্ত পুলিশের কোনও পদক্ষেপ অবৈধ বলে মনে হচ্ছে না, আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে মন্তব্য প্রধান বিচারপতির।সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অশোক সিংহকে থানায় চুরির ফোন জমা দিতে বলা হয়েছিল। তিনি সম্ভবত নার্ভাস হয়ে গিয়েছিলেন, আদালতে দাবি রাজ্য সরকারের আইনজীবীর। পরিবার মামলায় যুক্ত হওয়ার আবেদন করতে পারেন। নির্দেশ প্রধান বিচারপতির। ২৩ নভেম্বর পরবর্তী শুনানি।
বুধবার আমহার্স্ট স্ট্রিট থানায় চুরির ফোন ফেরত দিতে ডাকা হয়েছিল ৪২ বছরের অশোক সিংকে। তাঁর পরিবারের দাবি, কিছুক্ষণ পর থানায় গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্য়ু হয়। পুলিশ সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এটা স্বাভাবিক মৃত্যু। মস্তিষ্কে অ্য়ানুরিজম ফেটে যাওয়ার কারণেও তা হতে পারে। ইন্ট্রাক্র্যানিয়াল হেমারেজই এর কারণ। তাই নাটকীয়ভাবে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু, পরিবার পুলিশে আস্থা রাখতে পারছে না। নিরপেক্ষ জায়গায় ময়নাতদন্তের দাবিতে, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y