' নাম বাদ গেলে হাত গলায় ঝুলবে ’ এবার পুলিশ প্রশাসনকে হুমকি বামনেত্রী মীনাক্ষীর
অনুব্রতর গড় রামপুরহাটের সভা থেকে পুলিশ-প্রশাসনকে হুমকি দিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘যারা টেবিলের তলায় ভয়ে ফাইল মাথায় দিয়েছিল, তাদের বুঝিয়ে দিয়েছে বর্ধমানের কর্মীরা’।
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : নন্দীগ্রামে দুই হেভিওয়েটের বিরুদ্ধে ঘাড় সোজা করে লড়েছিলেন। প্রতিপক্ষের তুলনায় পিছিয়ে জেনেও আত্মবিশ্বাসী মেজাজে ভটা পড়েনি আগাগোড়া। এমনই দাপুটে মীনাক্ষী ( Minakshi Mukherjee ) । ২০২১ এর বিধানসভা ভোটে দাপটের সঙ্গে বক্তৃতা দিয়েছেন তিনি। দাপটে ভাষণ দেওয়ার প্রশংসা তাঁর ঝুলিতে বরাবর। এবার অবশ্য মীনাক্ষীর বক্তব্যে বাঁধল বিশাল তরজা।
'হাত কেটে গলায় ঝুলবে'
বীরভূমের রামপুরহাটের ( Rampurhat ) সভা থেকে পুলিশ-প্রশাসনকে হুমকি দিতে শোনা গেল ডিওয়াইএফআইয়ের 9 DYFI ) রাজ্য সম্পাদিকাকে। মীনাক্ষী ( Minakshi Mukherjee) বলেন, জনগণের টাকায় সরকারের প্রকল্প হয়। সেই প্রকল্প থেকে নাম বাদ গেলে হাত কেটে গলায় ঝুলবে। বামনেত্রী বলেন, ‘আমাদের টাকা আমাদের প্রকল্পেই থাকবে, নাম বাদ গেলে হাত গলায় ঝুলবে’। তিনি আরও বলেন, ‘গ্রামে ঢুকতে হলে আগে চোর নেতাদের ফোন করত পুলিশ’ !
অনুব্রতর গড় রামপুরহাটের সভা থেকে পুলিশ-প্রশাসনকে হুমকি দিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘যারা টেবিলের তলায় ভয়ে ফাইল মাথায় দিয়েছিল, তাদের বুঝিয়ে দিয়েছে বর্ধমানের কর্মীরা’।
বিধানসভা ভোটের সময় একাই গুটি কয়েক সঙ্গীকে সঙ্গে নিয়ে, চৈত্রের চাঁদিফাটা রোদ্দুরে তাপমাত্রার মধ্যে নন্দীগ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়িয়েছিলেন মীনাক্ষী। ঘুরেছিলেন দরজায় দরজায়। প্রতিপক্ষরা হেভিওয়েট জেনেও সহজ-আটপৌড়ে কথায় মানুষকে রুজি-রুটির কথা ভেবে ভোট দেওয়ার কথা বলছেন। পরবর্তীতে রাজ্যের বিভিন্ন ইস্যুতে গলা ছড়িয়েছেন তিনি। আমতায় নিহত ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে সরব হন তিনি। মৃত ছাত্রনেতার বাবার সঙ্গে দেখা করেন DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। আনিস হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি, হাওড়ার পাঁচলায় বিক্ষোভ দেখানোয় গ্রেফতার হয়েছিলেন মীনাক্ষী-সহ ১৬ জন বাম যুব নেতাকর্মী।
এবার তিনি সরব অনুব্রতর গড়ে ! সোজাসুজি হুমকি রাজ্যের পুলিশ প্রশাসনকে।