Ram Mandir Inauguration: ২২ জানুয়ারি রাজ্য়ে সরকারি ছুটি ঘোষণার আবেদন, মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর
আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আর সেই উপলক্ষ্যে সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধদিবস ছুটি (Half Day) ঘোষণা করেছে কেন্দ্র।
কলকাতা: সোমবার অযোধ্য়ায় রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন। প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। ইতিমধ্য়েই কেন্দ্রীয় সরকারি দফতরগুলিতে ওই দিন অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। এবার রাজ্য়ে ২২ জানুয়ারি সরকারি ছুটি ঘোষণার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে (CM Mamata Banerjee) চিঠি দিলেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। চিঠিতে রাজ্য়ের বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে ছুটি দেওয়ার জন্য় সরকারের তরফে অনুরোধ করার আবেদনও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই আগামী সোমবার অর্ধেক দিবস ছুটি দিয়েছে অসম ও রাজস্থান সরকার।
কাউন্টডাউন শুরু: অযোধ্য়ায় (Ayadhya) রাম মন্দির উদ্বোধনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হচ্ছে বিশেষ পুজো। আজ শুক্রবার অগ্নিকুণ্ড হবে। শুরু হবে অগ্নি উপাসনা। ২১ বৈদিক বিধিতে হবে পুজো। ইতিমধ্য়েই গর্ভগৃহে রামলালার বিগ্রহ স্থাপন হয়েছে। চলছে রামায়ন পাঠ। উদ্বোধনকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্য়াকে। কাল পর্যন্ত রাম মন্দির সাধারণের জন্য় খোলা থাকবে। তারপর উদ্বোধনের জন্য় বন্ধ হয়ে যাবে মন্দির। ২২ তারিখ উদ্বোধনের পর ফের মন্দির খুলে দেওয়া হবে।
কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধদিবস ছুটি: আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আর সেই উপলক্ষ্যে সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধদিবস ছুটি (Half Day) ঘোষণা করেছে কেন্দ্র। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্র। তাতে জানানো হয়েছে, 'মানুষের ভাবাবেগের কথা ভেবে এবং তাঁদের অনুরোধের কারণে, আগামী ২২ জানুয়ারী রাম মন্দির প্রতিষ্ঠা এবং রাম লালার প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকার সমস্ত কেন্দ্রীয় সরকারী অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠানে ২ দুপুর আড়াইটে পর্যন্ত অর্ধদিবস খোলা থাকবে।' শুধু কেন্দ্রয় সরকারই নয়, বেশ কিছু রাজ্যও ২২ জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে হাফ বেলার ছুটি ঘোষণা করা হয়েছে।
রাজ্যপালের চিঠি: উত্তরপ্রদেশের (Uttarpradesj) অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন ঘিরে সাজ সাজ রব। সেই নিয়ে রাজনৈতিক তরজাও চলছে পাশাপাশি, যার আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গেও। সেই আবহেই এবার রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলেন তিনি। (Ram Mandir Inauguration)
রাজ্যপালের এই চিঠি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, "রাজ্যপাল গাঁয়ে মানে না আপনি মোড়লের মতো আচরণ করলেন। কারণ যেখানে আদালত সম্পূর্ণ ভাবে সংহতি মহামিছিলের অনুমতি দিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই, পুলিশই সামলাতে পারবে বলেছে, সেখানে রাজ্যপাল ডাক পিওনের ভূমিকা পালন করছেন। বিজেপি যা চাইছে, সেই চিঠি পাঠাচ্ছেন। নিজেকে পোস্টম্যানে পরিণত করেছেন রাজ্যপাল।"