Lionel Messi In Kolkata :যুবভারতীতে বিশৃঙ্খলাকাণ্ডে গতকাল গ্রেফতার, আজ আদালতে তোলা হবে মেসি-শোয়ের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে
মেসির অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগে শনিবারই গ্রেফতার, আজ আদালতে তোলা হবে মেসি-শোয়ের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে

কলকাতা: মেসির অনুষ্ঠানে বেনজির বিশৃঙ্খলা। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে যেতে পারে মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তদন্ত কমিটি। তদন্ত কমিটির নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। তদন্ত কমিটিতে আছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। যুবভারতীকাণ্ডে শনিবারই গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। আজ বিধানননগর মহকুমা আদালতে তোলা হবে শতদ্রুকে। মেসির অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগে শনিবারই গ্রেফতার। কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন, মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলাকাণ্ডে কাদের দিকে আঙুল তুললেন সৌগত ? 'ক্রিস্টিয়ানো রোনাল্ডো এলেও..'
যুবভারতীতে ক্রোধের বিস্ফোরণ
তাঁকে একবার দেখার জন্য় হাজার হাজার ভক্তর ভিড়। কিন্তু, ফুটবলের যুবরাজ, লিওনেল মেসিকে ঘিরে রইলেন মন্ত্রী-VIP-রাই। টিকিট কেটে মাঠে গিয়েও মেসিকে দেখতে না পাওয়ায়, যুবভারতীতে কার্যত ক্রোধের বিস্ফোরণ হল। চলল তাণ্ডব। আর এই পরিস্থিতির জন্য়, মূল উদ্য়োক্তাকে গ্রেফতার করে পুলিশ। আর্জেন্টিনার জার্সি পরা মেসি ভক্ত বলেন,এক ঝলকও দেখতে পাইনি। এক ঝলকও। সবসময় ওকে (মেসি) ঘিরে ১০০ জন ঘুরে বেড়াচ্ছে। কী করে দেখব বলুন তো? শুক্রবার রাত অবধি স্লোগান ছিল কলকাতায় মেসি!শনিবার বেলা গড়াতেই ছবিটা দাঁড়াল,কলকাতা MESSY!
ফুটবল-ভক্ত সাধারণ মানুষ রয়ে গেলেন বঞ্চিতর তালিকায়
ফুটবলের রাজপুত্রের সফরে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থাকল ভারতীয় ফুটবলের মক্কা কলকাতা। যুবভারতী হয়ে উঠল যুদ্ধক্ষেত্র। উঠল প্রস্তুতিহীন আয়োজন এবং চূড়ান্ত অব্য়বস্থার অভিযোগ।১০০টার ওপর লোক ঘিরে রেখেছে একটা প্লেয়ারকে। রাজনীতিবিদরা সেলফি তুলছেন ওখানে। মেসিকে আনার মানে কী হয়? হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেন সাধারণ মানুষ। আর ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি-কে ঘিরে থাকলেন ঘুরলেন কারা? সেলিব্রিটিরা। ফুটবল-ভক্ত সাধারণ মানুষ রয়ে গেলেন সেই বঞ্চিতর তালিকায়।
যুবভারতীতে এরকম অশান্তি তৈরি হচ্ছে দেখেও পুলিশ তা আটকাতে পারল না কেন?
বিশেষজ্ঞদের মতে, স্রেফ প্রসতুতি এবং তৎপরতা। এই দুই মন্ত্রেই বিদেশে তারকাদের ম্য়াচ নির্বিঘ্নে সম্পন্ন হয়। টেলিভিশনেও যাঁরা বিদেশের ফুটবল খেলা দেখেন, তাঁদের কাছে এই ছবি পরিচিত। সেখানে গ্য়ালারির দিকে ক্য়ামেরা ঘুরলেই দেখা যায়,নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা দাঁড়িয়ে রয়েছেন দর্শকদের দিকে ফিরে। একবারের জন্য়ও তাঁর মাঠের দিকে ফেরেন না। সামান্য় কিছু গন্ডগোল দেখলেই তাঁরা তৎপর হয়ে ব্য়বস্থা নেন। আর শনিবার যুবভারতীতে এরকম অশান্তি তৈরি হচ্ছে দেখেও পুলিশ তা আটকাতে পারল না কেন? সেই প্রশ্ন তুলছেন অনেকে।






















