Lionel Messi In Kolkata : 'যারা মেসিকে ঘিরে রেখেছেন..', বিশৃঙ্খলাকাণ্ডে কাদের দিকে আঙুল তুললেন সৌগত ?
Sougata On Lionel Messi In Kolkata: লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে যুবভারতীতে বিশৃঙ্খলাকাণ্ডে কাদের অভিযোগের কাঠগড়ায় তুললেন সৌগত রায় ?

কলকাতা: লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে যুবভারতীতে বিশৃঙ্খলাকাণ্ডে দায় কার? যুবভারতীকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের। শনিবারই গ্রেফতার প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীকে মারধর, হেনস্থার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। স্বতঃপ্রণোদিত মামলা রুজু বিধাননগর দক্ষিণ থানার পুলিশের। গোটা ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়। কাদের তুললেন অভিযোগের কাঠগড়ায় ?
আরও পড়ুন, লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে ঘটল চূড়ান্ত বিশৃঙ্খলা, দায় কার ? প্রশ্নে পুলিশি তৎপরতা
খুবই দুঃখজনক,বাংলা এবং বাঙালির বদনাম হচ্ছে : সৌগত রায়
এদিন সৌগত রায় বলেন, খুবই দুঃখজনক। বাংলা এবং বাঙালির বদনাম হচ্ছে। আমাদের রাজ্যে, আমাদের শহরে, সুদূর আর্জেন্টিনা থেকে এসে, বিশ্বের এক নম্বর খেলোয়াড়। তিনি পুরো সময় না থাকতে পারেন, সেটা দুঃখজনক, লজ্জাজনক। এটা হয়েছে, কিছু অত্যুৎসাহী লোকের জন্য। যারা মেসিকে ঘিরে রেখেছেন। স্বাভাবিকভাবেই যে দর্শকরা টাকা দিয়ে টিকিট কেটে গিয়েছেন, তাঁদের মধ্যে হতাশা কাজ করেছে। এতে আমাদের নাম খারাপ হয়েছে।এর আগে তো মারাদোনা এসেছিলেন, অবশ্য মারাদোনা তখন খেলা ছেড়ে দিয়েছিলেন। মেসি অবশ্য কারেন্ট প্লেয়ার। কিন্তু যা হল, এটা..
প্রশ্ন: এর আগেও মেসি এসেছিলেন..
সৌগত রায় : হ্যাঁ মেসি এর আগে এসেছিলেন। মেসি ভীষণই জনপ্রিয়, ক্রিস্টিয়ানো রোনাল্ডো এলেও এরকম হবে। সুতরাং আমরা দুঃখিত। আমরা চাই যে কলকাতায় বড়বড় ইভেন্ট হোক। পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড়রা আসুক। এইরকম হলে তো তাতে অসুবিধা হবে।
বিশৃঙ্খলার জেরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও মাঠে আসতে পারেননি
বিশৃঙ্খলার জেরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও মাঠে আসতে পারেননি। সোশাল মিডিয়া পোস্টে তিনি লেখেন,এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিয়োনেল মেসি, সকল ক্রীড়াপ্রেমী এবং তাঁর ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী।তৃণমূল কংগ্রেস রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসেছেন, তারা দু'চোখ ভরে দেখতেন। সেটা করা গেল না? এত কীসের হ্য়াংলামি? অপরদিকে, বিজেপি নেতা সজল ঘোষ বলেন, কলকাতায় তো শিল্পপতিরা আসা অনেক আগেই বন্ধ করে দিয়েছেন। আমার মনে হয়, এবার থেকে আর কোনও খেলোয়াড়ও আসবেন না। মমতা ব্য়ানার্জি একা খেলা হবে খেলা হবে করবেন। খেলোয়াড় একটাও থাকবে না পশ্চিমবঙ্গে। এর মধ্য়ে যে মানুষগুলো মেসিকে এক ঝলক দেখার জন্য় দূর দূরান্ত থেকে এসেছিলেন, তাঁদের ঝুলিতে শুধুই হতাশা।






















