Lionel Messi : 'সামনে ভোট, এখন শতদ্রুকে ধরা হয়েছে' ! মেসির অনুষ্ঠানে 'তরুণ প্রজন্মের উপর লাঠিচার্জ..' নিয়ে সরব শুভেন্দু
Suevdu On Lionel Messi : মেসির অনুষ্ঠানে যুবভারতীকাণ্ডে শাসকদলকে জোর নিশানা, শতদ্র দত্তর বিরুদ্ধে FIR নিয়েও প্রশ্ন শুভেন্দু অধিকারীর।

কলকাতা: মেসির অনুষ্ঠানে যুবভারতীতে বিশৃঙ্খলায় 'তরুণ প্রজন্মের উপর লাঠিচার্জ' এর ঘটনায় শাসকদলকে জোর নিশানা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা বলেন, ' শতদ্র দত্তর বিরুদ্ধে FIR-এ ফাঁকফোকর রেখেছে পুলিশ' !
আরও পড়ুন, মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলাকাণ্ডে কাদের দিকে আঙুল তুললেন সৌগত ? 'ক্রিস্টিয়ানো রোনাল্ডো এলেও..'
এদিন শুভেন্দু বলেন, এটা লক্ষে লক্ষে সীমাবদ্ধ নেই, কোটি কোটি মানুষের কাছে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে। এতে শুধু পশ্চিমবঙ্গ, কলকাতা বা আমাদের খেলার মাঠ নয়, ভারতবাসী হিসেবে, কালকের ঘটনা, ঘটানো ঘটনা, আমাদের প্রত্যেককে অপমানিত করেছে, লজ্জিত করেছে। আমরা সংবাদবার্তার যে পর্যায়ক্রমে, প্রথমে কালকের ঘটনায় তৃণমূল কংগ্রেস বা প্রভাবশালীদের যে যোগ, সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবার থেকে ক্রীড়া মন্ত্রীর পরিবার থেকে, দমকল মন্ত্রীর পরিবার থেকে, তাঁদের যে যোগ, সেটা আপনাদের এক ঝলক দেখাব। বলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখান তিনি।
শুভেন্দুর সংযোজন, 'দ্বিতীয় পর্যায়ে মমতা পুলিশ, যারা এই ইভেন্টকে, এই ইয়াং জেনারেশনের ইমোশনকে, মর্যাদা না দিয়ে, উল্টোদিকে তাঁদের উপরে পশুকে পেটানোর মতো, নির্দয়ভাবে যে ইয়াং জেনারেশনের উপরে, ভাইবোন বাদবিচার না করে, নৃশংসভাবে সাদা পোশাকের চটি পুলিশ দিয়ে, পিটিয়েছে,তারও খণ্ডচিত্র আমরা আপনাকে দেখাবো। '
শতদ্র দত্তর বিরুদ্ধে FIR নিয়েও প্রশ্ন শুভেন্দু অধিকারীর। তিনি বলেন,'FIR-এ একমাত্র অভিযুক্ত বলা হয়েছে শতদ্রু দত্তকে। FIR-এ একমাত্র অভিযুক্ত বলা হয়েছে শতদ্রু দত্তকে। সামনে ভোট, এখন শতদ্রু দত্তকে ধরা হয়েছে। ১৫ বছরে এই প্রথম মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে। গাড়ি ঘোরানোর ছবিও আমার কাছে আছে। তৃণমূল ঘনিষ্ঠ স্পনসররা টাকা দিয়েছে। বিজেপি যুব মোর্চা আজও রাস্তায থাকবে, কালও থাকবে।'
ফুটবলের রাজপুত্রের সফরে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে কলকাতা!শনিবারই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় আয়োজক শতদ্রু দত্তকে। রবিবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে, তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।এদিন আয়োজক শতদ্রু দত্তর আইনজীবী দ্যুতিময় ভট্টাচার্য জামিনের পক্ষে সওয়াল করে বলেন, তাঁর মক্কেলকে এই মামলায় অন্যায়ভাবে অপরাধী করা হচ্ছে। তিনি ইভেন্ট ম্যানেজার। তিনি কেন দায়বদ্ধ হবেন? আগেও তিনি অনেককে এনেছেন। মেসির কাছে তাঁর নাম খারাপ হয়েছে।
এদিকে, শতদ্রু দত্তকে যখন কোর্টে ঢোকানো হচ্ছে, তখন দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। শতদ্রু দত্তকে যে গাড়িতে করে বিধাননগর মহকুমা আদালতে আনা হয়, সেই গাড়ির দিকে জুতো হাতে তেড়ে যান বিক্ষোভকারী বিজেপি কর্মীরা। আদালতেও ঢুকে পড়েন কয়েকজন বিক্ষোভকারী। এক বিজেপি কর্মী বলেন, যাদের আবেগ নিয়ে...আত্মসাৎ করা হয়েছে। এই জুতো দিয়ে মারা উচিত সুজিত বসুকে। অরূপ বিশ্বাসকে জুতো দিয়ে মারা উচিত। দেশের বদনাম। আমাদের দেশের বদনাম। পশ্চিমবাংলার বদনাম।






















